‍অল্প খরচে ৪ রুমের একতলা বাড়ির ডিজাইন। ‍ ‍

৪ বেডরুমের একতলা বাড়ির ডিজাইন টি করা হয়েছে । চমৎকার এই একতলা বাড়িটির ডিজাইন সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আপনাদের সাথে আলোকপাত করবো।

এই বাড়িটি নির্মাণ করতে যে সকল মালামাল লাগবে এর হিসাব আলাদা আলাদা  ভাবে দেওয়ার চেস্টা করবো । তার জন্য আপনাকে এই পুরো পোস্টটি একটু ধৈর্য সহকারে পড়তে হবে ।

আমি নিশ্চয়তা দিতেছি আপনি এই ডিজাইন সম্পর্কে একটি সঠিক ধারনা পাবেন ও সকল কিছু জানতে পারবেন । এই পোস্টটি পরলে এই ডিজাইন সম্পর্কে যা যা জানতে পারবেন ।

আশা করি আপনার এই পোস্টটি পড়ে ভালো অভিজ্ঞতা অর্জন হবে । এতে করে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন । এই বাড়িটি নির্মান করবেন কিনা বা এই ধরনের বাড়ি নির্মান করতে গেলে কতো টাকা লাগবে বিস্তারিত জানতে পারবেন।

এখানে প্রত্যেকটি রুম , বেডরুম, টয়লেট, কিচেন, বারান্দা সহ সকল জায়গার মাপ দিয়ে দিবো । আপনি নিজেই এই ডিজাইন টি দেখে আপনার জায়গার পজিশন অনুযায়ী একটি সাধারণ প্ল্যান বানাতে পারবেন।

৪টি বেডরুমচ,ডাইনিং,ড্রইং,কিচেন ও ২টি টয়লেট দিয়ে এই বাড়ির ডিজাইন টি করা হয়েছে । এটি একতলা বাড়ির ডিজাইন ।

৪ বেডরুমের এই বাড়িটির সামনের ২টি বেডরুমের সাথে ২ টি বেডরুমের সাথে ২টি বারান্দা এবং বাড়িটির সামনে একটি সুন্দর Porch আছে। Porch এর নিচে বসার ব্যবস্থা করতে পারবেন।

৪ রুমের একতলা বাড়ির ডিজাইন ছবি । 4 Bedroom Single Story House 3d Image.

৪ বেডরুমের এই একতলা বাড়ির ডিজাইনের কিছু ডিজাইন ছবি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে ।

এখানে বাড়ির কালার ও ডিজাইন টি আমরা চেষ্টা করেছি সুন্দর করে দেখানোর জন্য । আপনার যদি কালার বা বাহিরের ডিজাইন টির কিছু অংশ ভালো না লাগে, তাহলে আপনি আপনার মতো করে পরিবর্তন করতে পারবেন ।

এখানে বারান্দার ডিজাইন যদি আপনার ভালো না লাগে, আপনি ডিজাইন টি পরিবর্তন করতে পারবেন ,

আপনার পছন্দের ডিজাইন টি এখানে করতে পারবেন, ঠিক একই ভাবে Porch এর ডিজাইন টি পরিবর্তন করতে পারবেন ।

4 Bedroom House Design

4 bedroom House

৪ বেডরুমের বাড়ির নকশা । 4 Bedroom Single Story House Floor Plan.

এই বাড়ির নির্মাণ করতে কি পরিমান জমি বা জায়গা লাগতেছে এর বিস্তারিত মাপ এখানে দিয়ে দিতেছি ।বাড়িটি নির্মাণ করতে জমি-

দৈর্ঘে লাগবে -৪১ ফিট,

প্রস্থে লাগবে – ৩৫ ফিট।

পুরো জমির পরিমান হচ্ছে ১৪৩৫ বর্গফুট বা ৩.২৯ শতাংশ ডেসিম্যাল বা ১.৯৯ কাঠা । বাড়ির নকশার প্ল্যান নিচে দিয়ে দেওয়া হল ।

4-bedroom-House-Plan

৪ বেডরুমের একতলা বাড়ির প্ল্যান এর রুমের মাপ ।

  • সামনের Porch টি –(৭’-৪”*৯’-৪”) ।
  • বেডরুম০১-(১২’-০”*১২’-০”)
  • মাস্টার বেডরুম-০২-(১২’-০”*১২’-০”)
  • সাথে যে এটাচ টয়লেট টি আছে – ( ০৪’ – ৪” X  ০৭’- ০”) 
  • বেডরুম ০৩ – (১১’-০’*১২’-০”)
  • বেডরুম ০৪- (১১’-০’*১২’-০”)
  • ডাইনিং রুম- (১৩’-৬”*১৪’-৪”)
  • ড্রইং রুম – (১২’-৫”*৯’-৪”)
  • কিচেন-(৬’-৬”*৯’-৪”)
  • কমন টয়লেট০১টি একই মাপের -(৪’-৪”*৭’-০”)

৪ বেডরুমের একতলা বাড়ির মালালের হিসেব । 4 Bedroom House Materials Estimate.

এটি একটি একতলা বাড়ি। এই বাড়িটি নির্মাণ করতে গেলে এক তলা ফাউন্ডেশন দিতে হবে। একতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করতে গেলে কি পরিমাণ মালামাল লাগবে এর বিস্তারিত হিসেব নিচে দেখে নিতে পারেন।

বাড়িটি নির্মাণ করতে মোট টাকা লাগবে – ২৬,৬২,৯২০/- টাকা ( ছাব্বিশ লাখ বাষট্টি হাজার নয়শত বিশ টাকা )

এখানে কোনো ভুল হয়ে থাকলে ,দৃষ্টিভঙ্গি বা মানসিকতা পরিবর্তন করে  স্বাভাবিক ভাবে নিবেন আশা করি ।

বাড়িটির ডিজাইন নিয়ে সুন্দর একটি ভিডিও বানানো আছে যেখানে বিস্তারিত সব তথ্য দেওয়া আছে । ভিডিও YouTube  থেকে দেখলে আপনি ভালো একটি ধারনা পাবেন.

বিশেষ দ্রষ্টব্যঃ এই বাড়ির ডিজাইন টি আপনাদেরকে শুধু মাত্র ধারণা দেওয়ার জন্য করা হয়েছে। বাড়ি করার পূর্বে অবশ্যই ভালো কোন ” প্রকৌশলী ( Engineer ) ” এর পরামর্শ নিয়ে বাড়ি করবেন ।

৪ বেডরুমের অনেক গুলি বাড়ির ডিজাইন । এখানে আরেকটি বাড়ির ডিজাইন নিয়ে খুব সুন্দর করে বর্ণনা দেওয়া পোষ্ট লিংক দিয়ে দিতেছি পরে দেখতে পারেন । এখানে ক্লিক করুন

This Post Has 9 Comments

  1. দুলাল বিশ্বাস

    আমি এই বাড়িটি নির্মান করতে চাই। আপনারা কি নির্মান কাজ করতে পারবেন?

    1. hdbadmin

      আমরা ড্রইং ও ডিজাইন করি। আমাদের থেকে ড্রইং নিতে পারবেন।

  2. Mehedi hasan

    আমার এই বাড়ি ডিজাইন টা দরকার

  3. SOHRAB UDDIN

    আমি এই বাড়িটি নির্মান করতে চাই

  4. Imran Ibrahim

    ডিজাইনটা কিভাবে পেতে পারি?

    1. hdbadmin

      আমাদের সাথে যোগাযোগ করেন – মোবাইল নাম্বার দেওয়া আছে দেখেন।

  5. Mohammad Alamgir Hossian

    মাশা’আল্লাহ ডিজাইনটি পছন্দ হয়েছে। ইনশা’আল্লাহ, আল্লাহ তাআলা তাওফিক দিলে এমন একটি বাড়ি করবো।

  6. Shohel

    ডিজাইনটা কিভাবে পেতে পারি?

Leave a Reply