লম্বা জমিতে দোকান সহ ৩ বেডরুমের বাড়ির ডিজাইন।

৪৩ ফিট বাই ৩০ ফিট জমিতে এই বাড়ির ডিজাইন টি করা হয়েছে। বাড়িটির নিচ তলাতে দুটি বেডরুম , ড্রইং – ডাইনিং রুম, কিচেন , দুটি টয়লেট , বারান্দা ও বাড়ির সামনের দিকে দুটি দোকান আছে। এই বাড়িটি এক তলা থেকে শুরু করে পাঁচ তলা পর্যন্ত নির্মাণ করা যাবে।

প্রথম তলায় বাড়িটিতে তিনটি বেডরুম করা যাবে। নিচ তলাতে দোকান এর জায়গায় প্রথম তলাতে একটি বেডরুম ও একটি টয়লেট করা যাবে। বাড়ির বাহিরের ডিজাইন টি ও ফ্লোর প্ল্যান আপনাদের সাথে শেয়ার করবো। এই বাড়িটি নির্মাণ করতে কতো টুকু জমি লাগবে এর বিস্তারিত মাপ রুমের মাপ সবকিছু থাকবে।

বাড়িটিতে প্রথম তলায় তিনটি বেডরুম রয়েছে , ড্রইং – ডাইনিং রুম, কিচেন ও দুটি টয়লেট রয়েছে। এই তলাতে তিনটি বেডরুমের সাথেই তিনটি বারান্দা আছে এবং এই তিনটি বেডরুমের মধ্যে একটি মাস্টার বেডরুম বাকি দুটি কমন বেডরুম।

লম্বা জমিতে দোকান সহ ৩ বেডরুমের বাড়ির ডিজাইন ছবি।

এই বাড়ির ডিজাইনটি আমাদের ক্লায়েন্ট এর জন্য করেছি। তাই বাহিরের ডিজাইন ও ফ্লোর প্ল্যান উনার পছন্দ মতো করা হয়েছে। আমরা চেষ্টা করেছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। এই বাড়ির বাহিরের ডিজাইন টি বিশেষ করে বারান্দার ডিজাইন টি পরিবর্তন করার সুযোগ আছে।

৩ বেডরুমের আরো বাড়ির ডিজাইন দেখতে পারেন আমাদের ওয়েবসাইটে।

আপনি আপনার মতো করে পরিবর্তন করে নিতে পারবেন। বাড়ির কালার বা রং আপনি আপনার মতো করে পরিবর্তন করে নিতে পারবেন।

লম্বা জায়গায় দোকান সহ ৩ বেডরুমের বাড়ির ডিজাইন

বাড়িটির সামনে বা পাশে সিঁড়ি রুম রয়েছে এবং ডান পাশে দুটি দোকার রয়েছে। সিঁড়ি নিচে একটি গেট রয়েছে । এটি একমাত্র ও মেইন গেট বাড়িতে প্রবেশ করার জন্য।

এই বাড়ির ডিজাইন নিয়ে একটি সুন্দর ভিডিও তৈরি করা হয়েছে। ভিডিও টি YouTube থেকে দেখে নিতে পারেন। নিচে লিংক দেওয়া থাকবে।

লম্বা জমিতে দোকান সহ ৩ বেডরুমের বাড়ির প্ল্যান। ৩ বেডরুমের বাড়ির ড্রইং প্ল্যান।

এই বাড়িটি লম্বা জমিতে নির্মাণ করা হয়েছে তবে জমিটি সমান বা স্কয়ার ছিলোনা । জমি লম্বা বা দৈর্ঘ্যে একপাশে ৪৩ ফিট এর অপর পাশে লম্বা বা দৈর্ঘ্যে ৪০ ফিট । চওড়া বা প্রস্থে একপাশে ৩০ ফিট অপর পাশে চওড়া বা প্রস্থে ২৫ ফিট। মোট জমির পরিমাণ ১১৪০ বর্গফুট প্রায়।

শতাংশ বা ডেসিম্যাল এ – ২ . ৬২ ( শতাংশ বা ডেসিম্যাল ) । কাঠা তে হিসেব করলে – ১. ৫৯ কাঠা জমির উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে।

3 bedroom House Plan

এই বাড়ির প্ল্যান টি কিছু পরিবর্তন করার সুযোগ রয়েছে। আপনি আপনার প্রয়োজন মতো একটু এদিক সেদিক করে নিতে পারবেন।

3 bedroom House Plan

নিচ তলা ও প্রথম তলার এই দুটি তলার ফ্লোর প্ল্যান এখানে দেওয়া আছে । প্রতিটি প্ল্যান এ প্রত্যেকটি রুম ও স্পেস এর মাপ দেওয়া আছে ।

লম্বা জমিতে তিন বেডরুমের একটি বাড়ির ডিজাইন সম্পর্কে বিস্তারিত আমাদের ওয়েবসাইট এ দেওয়া আছে দেখে নিতে পারেন।

৩ বেডরুমের বাড়ির নির্মাণ খরচ।

এই বাড়িটি দুই তলার ডিজাইন করা হয়েছে তাই দুই তলা ফাউন্ডেশন হিসেব দরে নির্মাণ খরচের একটু ধারণা আপনাদেরকে দিয়ে দিতেছি। এই বাড়িটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে গেলে বর্তমান সময়ে ২৫ থেকে ২৬ লাখ টাকার মতো খরচ হবে। উপরের ফ্লোর বা প্রথম তলা টি নির্মাণ করতে গেলে ২৩ থেকে ২৪ লাখ টাকার মতো খরচ হবে।

পুরো বাড়িটি একসাথে নির্মাণ করতে গেলে ৪৮ থেকে ৫০ লাখ টাকার মতো খরচ হবে। এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে গেলে ২৪ থেকে ২৫ লাখ টাকার মতো খরচ হবে।

Leave a Reply