Low budget 2 Bedroom House Design.

এই ২ বেডরুমের বাড়ির ডিজাইন টি লম্বা জায়গা বা লম্বা জমিতে করা হয়েছে। ২টি বেডরুম ,ডাইনিং, ড্রইং কিচেন ও ২টি টয়লেট দিয়ে এই বাড়ির ডিজাইন টি করা হয়েছে।

২বেডরুমের এই বাড়িটিতে কোন বারান্দা দেওয়া হয়নি।এটি একটি একতলা বাড়ির ডিজাইন । তবে এই বাড়িটিকে ডুপ্লেক্স বাড়ি ও বানাতে পারবেন .

অনেকে অল্প টাকায় ছোট বাড়ি করতে চান।অল্প টাকা করতে পারবেন এই ২ বেডরুমের বাড়িটি ।আপনি চাইলে এই ডিজাইনটিকে ঠিক রেখে ২বেডরুমের এর অধিক ৩ বেডরুম , ৪ বেডরুমের বাড়ি করতে পারবেন । চমৎকার এই একতলা বাড়িটির ডিজাইন সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আপনাদের সাথে আলোচনা করবো।

যা যা থাকছে এই পোস্ট এ –

জায়গা বা জমির পরিমান (শতাংশ, ডেসিম্যাল বা কাঠা)জায়গা লাগবে বাড়িটি করতে।

প্রত্যেকটি রুমের বিস্তারিত মাপ।

সবকিছুই এখানে দিয়ে দিবো ।

আশা করি আপনি এই পুরো পোস্টটিপরলে  এই ডিজাইন টি সম্পর্কে আজানা কিছু থাকবে না।

 Best budget 2 Bedroom House Design Image.

২ বেডরুমের এই বাড়ির চারিদিকের ৩ডি ডিজাইন ছবি, এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি । ডিজাইন টি আপনি সম্পূর্ণ বুজতে পারবেন। এই ডিজাইন নিয়ে একটি ভিডিও  বানানো আছে। ভিডিও টি YouTube এ দেওয়া আছে । আপনি ভিডিও টি দেখে আসতে পারেন ।

২ বেডরুমের বাড়ির ডিজাইন ছবি।

২ বেডরুমের বাড়ির ডিজাইন ছবি।

Budget 2 Bedroom House Design Plans.

২ বেডরুমের এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমান জমি বা জায়গা লাগতেছে এর বিস্তারিত মাপ এখানে দিয়ে দিতেছি ।বাড়িটি নির্মাণ করতে জমি-

দৈর্ঘে লাগবে -৩৮ ফিট ৬ ইঞ্চি।

প্রস্থে লাগবে –  ২২ ফিট। ৫ ইঞ্চি।

পুরো জমির পরিমান হচ্ছে  ৮৬৬ বর্গফুট বা ২ শতাংশ ডেসিম্যাল বা ১.২১ কাঠা । বাড়িটি করতে গেলে একটু জায়গা ছেরে করতে হবে, তাই আপনি যতটুকু ছাড়বেন সে আনুযায়ী বারতি জায়গা লাগবে । তবে চারিদিকে যদি ১ ফিট করেও কার্নিশ দেন বা জায়গা ছেরে দেন তাহলে পুরো বাড়ি হবে প্রায় ১০০০ বর্গফুট , ২.২৯ শতাংশ ডেসিম্যাল বা ১.৪০ কাঠা জায়গা লেগে যাবে।

বাড়ির নকশার প্ল্যান নিচে দিয়ে দেওয়া হল ।

2 Bedroom House Floor Plan.
  • সামনের প্রধান গেট টি –( ০৪’-১০” * ০৯’-০৮” )
  • মাস্টার বেডরুম-০১- ( ১৩’-০” * ১১’-০৬” )
  • সাথে এটাচ টয়লেট টি – ( ০৫’ – ০” X  ০৮’- ০” ) 
  • বেডরুম ০২ – ( ১২’-০” * ১১’-০৬” )
  • ড্রইং এবং ডাইনিং রুম- ( ১৪’-০” * ০৯’-০৯” )

2 Bedroom House budget .

২ বেডরুমের এই বাড়িটি হচ্ছে  ৮৬৬ বর্গফুট যদি আপনারা চারিদিকে ১ ফিট করেও কার্নিশ দেন তাহলে পুরো বাড়ি হবে প্রায় ১০০০ বর্গফুট। এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে করতে হবে। 

বর্তমান সময়ে এই বাড়িটি নির্মাণ করতে গেলে প্রতি ” বর্গফুট ” এ ১৮০০/- টাকা থেকে ১৯০০/- টাকার মতো খরচ পরবে ( সিঁড়ি রুম এবং ছাঁদের পেরাপেট ওয়াল সহ হিসেব দরা হইছে ) । পুরো বাড়িটি নির্মাণ করতে খরচ আসবে প্রায় ১৮ থেকে ১৯ লাখ টাকার মতো। এই বাজেট এর ভিতরে  ফ্লোর টাইলস, বাড়ির রং, মিস্ত্রির মজুরি সবকিছু ধরা আছে।


Leave a Comment