3 Bedroom House Plan.

( ৩৬ ফিট X ৩৩ ফিট ) জমিতে ৩ বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। এই বাড়িটিতে ড্রইং ও ডাইনিং রুম, কিচেন ও দুটি টয়লেট রয়েছে। বাড়ির সামনের দিকে সুন্দর একটি পোর্চ ও দুটি বারান্দা আছে। এটি একটি একতলা বাড়ি । এই বাড়িটিকে দুই তলাও করা যাবে, তবে একজনের জন্য হলে ঠিক আছে এবং এই বাড়িটি ডুপ্লেক্স ও করা যাবে।

এই বাড়িটি অল্প জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে এর জন্য এই বাড়ির নির্মাণ খরচ কম হবে। বাড়ির বাহিরের থ্রীডি ডিজাইন থেকে শুরু করে বাড়ির ফ্লোর প্ল্যান , কতো শতাংশ বা ডেসিম্যাল জমি লাগবে, বেডরুম ও প্রত্যেকটি রুমের মাপ বিস্তারিত সবকিছু শেয়ার করবো।

আমাদের এই ওয়েবসাইটে তিন বেডরুমের অনেক গুলো বাড়ির ডিজাইন ও এর বিস্তারিত দেওয়া আছে । আপনি সময় পেলে দেখে নিবেন।

3 Bedroom House Design 3D. বাড়ির বাহিরের থ্রীডি ডিজাইন.

তিন বেডরুমের এই বাড়ির ডিজাইনটির বাহিরের রং বা কালারকে আমরা চেষ্টা করেছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। এই কালার কম্বিনেশন যদি আপনার ভালো না লাগে থাকে তাহলে এর বিকল্প কি আছে আপনি অবশ্যই জানেনে ( আপনি আপনার পছন্দ মতো রং বা কালার করে নিবেন )।

পোর্চ এর নিচে যে জায়গা রয়েছে , এখানে বসার জন্য বেঞ্চ দেওয়া যাবে । দুপাশে কিছু জায়গা রয়েছে এই জায়গা টুকু নিয়ে বেঞ্চ করা যাবে।

3 Bedroom House plan

তিন বেডরুমের এই বাড়িটির সামনের দিকে যে বারান্দা আছে এর ডিজাইনটি যদি আপনার ভালো না লাগে থাকে তাহলে আপনি এই বারান্দার পুরো ডিজাইন পরিবর্তন করে নিতে পারবেন। বাড়ির মাঝে যে পোর্চ টি রয়েছে এর ডিজাইনটি ও পরিবর্তন করে নিতে পারবেন।

3 Bedroom House Floor Plan.

৩ বেডরুমের এই বাড়িটি নির্মাণ করতে জমি লাগবে ( ৩৬’-০” X ৩০’-০” )। জমি লম্বা বা দৈর্ঘ্যে লাগবে – ৩৬ ফিট ০ ইঞ্চি এবং চওড়া বা প্রস্থে লাগবে – ৩০ ফিট ০৩ ইঞ্চি । মোট জমি লাগবে ১০৮০ বর্গফুট , শতাংশ বা ডেসিম্যাল এ – ২.৪৮ ( শতাংশ বা ডেসিম্যাল ) । কাঠা তে হিসেব করলে – ১.৫ কাঠা জমি ।

3 Bedroom House floor plan

এই প্ল্যান এ প্রত্যেকটি বেডরুম ও প্রত্যেকটি রুমের মাপ বিস্তারিত দেওয়া আছে দেখে নিবেন।

3 Bedroom House Cost. বাড়ির নির্মাণ খরচ।

এই বাড়িটি যদি কেউ একতলা নির্মাণ করতে চান তাহলে একতলা আর,সি,সি ফাউন্ডেশন দিতে হবে আর দুই তলা করতে চাইলে দুই তলার আর,সি,সি ফাউন্ডেশন দিতে হবে। অনেকে শুধু ইট দিয়ে এই ধরনের বাড়ি নির্মাণ করতে চান। ইট দিয়েও নির্মাণ করা যাবে তবে শুধু ইট দিয়ে নির্মাণ না করাই ভালো। তবে ভালো কোন ইঞ্জিনিয়ার এর পরামর্শ নিয়ে নির্মাণ করতে পারেন।

একতলা আর,সি,সি ফাউন্ডেশন দিয়ে বাড়িটি নির্মাণ করতে ২৭ থেকে ২৮ লাখ টাকার মতো খরচ হবে। দুই তলা আর,সি,সি ফাউন্ডেশন দিয়ে বাড়িটি নির্মাণ করতে ২৯ থেকে ৩০ লাখ টাকার মতো খরচ হবে।

এই বাজেটের মধ্যে ফ্লোর টাইলস, ভিতরের ও বাহিরের রং, দরজা, জানালা গ্লাস ও গ্রিল, তার, লাইট ,সুইচ, সকেট সকল কিছু অন্তর্ভুক্ত রয়েছে। পুরো বাড়ি নির্মাণের সাথে জরিত সকল লেবার বা শ্রমিকের মজুরিও অন্তর্ভুক্ত আছে।

এই বাড়িটি ডিজাইন নিয়ে একটি ভিডিও বানানো হয়েছে। ভিডিও টি YouTube থেকে দেখে নিতে পারেন।


Leave a Comment