(41′-0″ X 36′-0″) 4 Bedroom Ektola Barir Design.

( ৪১’-০” X ৩৬’-০” ) জায়গা ৪ বেডরুমের একতলা ডিজাইন টি করা হয়েছে। এই একতলা বাড়িটি ৪ টি বেডরুম ছারাও ড্রয়িং রুম , ডাইনিং রুম, কিচেন, তিন টি টয়লেট ও সুন্দর সিঁড়ি আছে। এই একতলা বাড়িটিত্তলা৪ বেডরুমের মধ্যে ২ টি বেডরুমই মাস্টার বেডরুম এবং বাকি ২ টি কমন বেডরুম।

বাড়িটি নির্মাণ করতে কেমন মালামাল লাগবে এর একটি হিসেব দেওয়া থাকবে। এখানে বাড়িটির ডিজাইন টির একটি ভিডিও দেওয়া থাকবে।YouTube থেকে ভিডিও টি দেখে নিতে পারেন।

এখানে যা যা থাকবে।

  • বাড়ির ডিজাইন ছবি।
  • বাড়ির ফ্লোর প্ল্যান।
  • প্রত্যেকটি রুমের আলাদা মাপ।
  • মালামালের হিসাব।
  • বাড়িটির ডিজাইন ভিডিও লিংক।

4 Bedroom Ektola Barir Design Image. একতলা বাড়ির ডিজাইন ছবি।

৪ বেডরুম এই একতলা বাড়ির ডিজাইনের 3 ডি ছবি, এখানে বাড়ির কালার ও ডিজাইন টি আমরা চেষ্টা করেছি সুন্দর করে করার জন্য চেষ্টা করেছি । কালার বা বাহিরের ডিজাইন টির কিছু অংশ পরিবর্তন করা যাবে , বাড়িটির বারান্দার ডিজাইন, বারান্দার গ্রিল এর ডিজাইন, এর ডিজাইন টি পরিবর্তন করার সুযোগ রয়েছে।

বাড়ির সামনের ডিজাইন। 4 Bedroom Ektola Barir Design।

৪ বেডরুম এই একতলা বাড়ির ডিজাইনের 3 ডি ছবি, বাড়িটির ২ পাশের ডিজাইন।

বাড়ির সামনের ডিজাইন

4 Bedroom Ektola Barir Design & Plan. একতলা বাড়ির ফ্লোর প্ল্যান।

৪ বেডরুমের এই একতলা  বাড়িটি করতে জমির প্রয়োজন হবে।

দৈর্ঘ্য – ৪৪ ফিট 

প্রস্থ – ৩৬ ফিট 

মোট জমির পরিমাণ  হচ্ছে  ৫৮৪ বর্গফুট 

শতাংশ বা ডেসিম্যাল এ জায়গার পরিমাণ – ৩.৬৩

 কাঠা তে জায়গার পরিমাণ – ২.২

এখানে এই প্ল্যান টি কে একটু ছোট বা বড়ো করা যাবে। যদি কেউ খরচ কমাতে চান তাহলে প্ল্যান টিকে একটু ছোট করতে পারেন । যদি কারো রুম বড়ো দরকার তাহলে এর থেকে বড়ো ও করা যাবে। এমন ডিজাইন এর ৩ বেডরুমের বাড়ির প্ল্যান ও করা যাবে।

বাড়ির  নকশার প্ল্যান নিচে দিয়ে দেওয়া হল।  এ ছাড়াও প্রত্যেকটি রুমের এর মাপ আলাদা ভাবে দেওয়া হল।

4 Bedroom Ektola Barir
  • Porch টি– ( ০৮’ – ০” X  ১২’- ০” )
  • ড্রাইং রুম – ( ১২’ – ০” X  ১১’- ০” )
  • মাস্টার বেডরুম – ০১ ( ১২’ – ০” X ১১’- ০৮” ) এটাচ টয়লেট টি – ( ০৪’ – ০” X  ০৭’- ০”) এবং বারান্দা টি – ( ৩’ – ০৬” X  ৯’- ০৬”)
  • মাস্টার বেডরুম – ০২ ( ১২’ – ০” X ১১’- ০৮” ) এটাচ টয়লেট টি – ( ০৪’ – ০৪” X  ০৭’- ০”) এবং বারান্দা টি – ( ৩’ – ০৬” X  ৯’- ০৬”)
  • ডাইনিং রুম– ( ১১’ – ০৯” X  ২০’- ০৪” ),
  • বেডরুম ০৩– ( ১১’ – ০” X  ১১’- ০৪”)
  • বেডরুম ৪– ( ১০’ – ০৫” X  ১১’- ০৮”)
  • কিচেন– ( ০৫’ – ০২” X  ০৭’- ০” )
  • কমন টয়লেট– ( ০৪’ – ৪” X  ০৭’- ০” )
  • সিঁড়ি– ( ০৮’ – ০৮” X  ১১’- ০” )

৪ বেডরুমের একতলা বাড়ির খরচ।

৪ বেডরুমের একতলা বাড়িটি নির্মাণ করতে যে সকল মালামাল লাগবে এর প্রয়োজনীয় কিছু মালামালের হিসেব দিয়ে দেতেছি। এই হিসেব ১০০% সঠিক হবে না ,কিছু কম-বেশি হতে পারে।

  • রড লাগবে ১৬ মিলি, ১২ মিলি, ১০ মিলি, ৮ মিলি  মিলে – ৫৭০০ কেজি । 
  • ইট ( ওয়াল এর জন্য ) লাগবে  – ২০,০০০ হাজার ।
  • ইট ( খোয়ার জন্য ) লাগবে  – ১৫,০০০ হাজার ।
  • সিমেন্ট লাগবে ( সকল কাজের জন্য ) – ৫৪০ ব্যাগ। 
  • সিলেকশন বা লাল বালি ( মোটা পাথর বালি ) লাগবে – ৭৫০ সি,এফ,টি । 
  • সরু বালি বা সাধারন বালি ( আস্তর করার বালি ) লাগবে – ১৫০০ সি,এফ,টি । 
  • বাড়ির প্রধান দরজা ও বেডরুমের  দরজা ও চৌকাঠ লাগবে – ৮ টি । 
  • বাথরুম বা টয়লেট এর দরজা  লাগবে – ৩ টি । 
  • জানালার থাই গ্লাস  লাগবে  – ২৭০ স্কয়ার ফিট।

৪ রুমের একতলা বাড়ির ডিজাইন।অল্প খরচে ৪ বেডরুমের এই একতলা বাড়ির বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।


Leave a Comment