4 BEDROOM HOUSE PLANS & DESIGN.

গ্রামের জন্য ৪ বেডরুমের একতলা বাড়ির ডিজাইন টি করা হয়েছে। চমৎকার এই এলতলা বাড়ির ডিজাইনটির বিস্তারিত সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করবো।

বিশেষ করে এই বাড়ি টি নির্মাণ এর জন্য যে সকল মালামাল লাগবে এর হিসেব আলাদা আলাদা ভাবে দিয়ে দিবো । শুধুমাত্র আপনাকে এই পুরো পোস্ট টি একটু ধৈর্য সহকারে পড়তে হবে। আমি নিশ্চয়তা দিতেছি আপনি এই ডিজাইন টি সম্পর্কে একটি সঠিক ধারণা ও সকল কিছু জানতে পারবেন।

যা যা থাকবে এই পোস্টে –

  • বাড়িটির বাহিরের ডিজাইন ছবি। ( Exterior Design Images)
  • ড্রইং প্ল্যান ( Floor Plan ) ।
  • জায়গা বা জমির পরিমান ( শতাংশ, ডেসিম্যাল বা কাঠা )
  • মালামালের হিসেব ( কতো টাকা লাগবে বাড়িটি নির্মাণ করতে )।

আশা করি আপনারা এই পোস্ট পরে ভালো অভিজ্ঞতা অর্জন করবেন । এতে করে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই বাড়ি টি নির্মাণ করবেন কিনা বা এই ধরনের বাড়ি নির্মাণ করতে গেলে কতো টাকা  লাগবে।

৪ টি বেডরুম, ডাইনিং, কিচেন ও ২ টি টয়লেট দিয়ে এই বাড়ির ডিজাইন টি করা হয়েছে। এটি একটি একতলা বাড়ির ডিজাইন ।  এই বাড়িটি  ২ তলা বা আরও বহুতল  করতে চান তাহলে ডিজাইন টি একটু পরিবর্তন করতে হবে। শুধুমাত্র সিঁড়ির ডিজাইন টি পরিবর্তন করলে হবে ।

এই  বাড়িটির সামনে কোনো বারান্দা দেওয়া হয়নি ,তবে আপনি চাইলে  সামনের দিকে ২ টি বেডরুমের  সাথে ২ টি বারান্দা দিতে পারবেন ২ টি বেডরুমের সাথে । বাড়িটির সামনে ও মাঝে একটি সুন্দর Porch  আছে । এই ডিজাইন পরিবর্তন করা যাবে। বাড়িটির ৪ টি বেডরুমের মধ্যে  ০১ ( এক ) টি মাস্টার বেডরুম আর বাকি ০৩ ( তিন ) টি কমন বেডরুম।

4 BEDROOM HOUSE IMAGES .একতলা বাড়ির ডিজাইন ছবি।

৪ বেডরুম এই একতলা বাড়ির ডিজাইনের কিছু , ডিজাইন ছবি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে বাড়ির কালার ও ডিজাইন টি আমরা চেষ্টা করেছি সুন্দর করে দেখানোর জন্য । আপনার যদি কালার বা বাহিরের ডিজাইন টির কিছু অংশ ভালো না লাগে , তাহলে আপনি আপনার মতো করে পরিবর্তন করতে পারবেন ।

 

 

  •  

 

 

 

 

4 BEDROOM HOUSE PLANS । FLOOR PLANS. ৪ বেডরুমের বাড়ির নকশা।

৪ বেডরুমের এই একতলা   বাড়িটি করতে জমি লাগবে দৈর্ঘ্য – ৪৪ ফিট আর প্রস্থ – ৩০ ফিট ) পুরো জমির পরিমাণ  হচ্ছে  ১৩২০ বর্গফুট বা ৩.০৪ শতাংশ ( ডেসিম্যাল ) বা. ৮৪ কাঠা বাড়ির  নকশার প্ল্যান নিচে দিয়ে দেওয়া হল।  এ ছাড়াও প্রত্যেকটি রুমের এর মাপ আলাদা ভাবে দেওয়া হল।

  • সামনের Porch টি– ( ০৭’ – ০৬” X  ০৯’- ০৩” )।
  • লবি– ( ০৫’ – ০৪” X  ১৩’- ০” )।
  • বেডরুম ০১– ( ১২’ – ০৬” X  ১১’- ০৬”)
  • বেডরুম ০২– ( ১২’ – ০৬” X  ১১’- ০৬”)
  • মাস্টার বেডরুম  ০৩  – ( ১২’ – ০” X ১১’- ০২” ),
  • সাথে যে এটাচ টয়লেট টি আছে – ( ০৫’ – ০” X  ০৭’- ০”)
  • বেডরুম ০৪ – ( ১২’ – ০” X ১০’- ০৮” ),
  • ডাইনিং রুম– ( ১০’ – ০৫” X  ১৩’- ০” ),
  • কিচেন– ( ০৭’ – ০৬” X  ০৬’- ০৬” )
  • কমন টয়লেট– ( ০৫’ – ০” X  ০৭’- ০” )
  • সিঁড়ি– ( ১০’ – ০৫” X  ০৮’- ০৯” )
4 BEDROOM HOUSE PLANS । FLOOR PLANS
4 BEDROOM HOUSE PLANS
৪ রুমের ১ তলা বাড়ির খরচ । 4 BEDROOM HOUSE COST.

টি একটি একতলা বাড়ি। এই বাড়িটি নির্মাণ করতে গেলে এক তলা ফাউন্ডেশন দিতে হবে। একতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করতে গেলে কি পরিমাণ মালামাল লাগবে এবং মালামালের বর্তমান বাজার  মূল্য দিয়ে দিতেছি ।

  •  
  • রড লাগবে ১৬ মিলি, ১২ মিলি, ১০ মিলি, ৮ মিলি  মিলে – ৪৮০০ কেজি । [ প্রতি কেজি রডের মূল্য – ৯৫ টাকা করে ( ৪৮০০ * ৯৫ = ৫,৫৬,০০০/- টাকা ) ]
  • ইট ( ওয়াল এর জন্য ) লাগবে  – ১৭,০০০ হাজার ।[ প্রতি পিস ইটের মূল্য -১৪  টাকা করে ( ১৭০০০ * ১৪ = ২,৩৮,০০০/- টাকা ) ]
  • ইট ( খোয়ার জন্য ) লাগবে  – ১৪,০০০ হাজার ।[ প্রতি পিস ইটের মূল্য -১৪  টাকা করে ( ১৪০০০ * ১৪ = ১,৯৬,০০০/- টাকা ) ]
  • সিমেন্ট লাগবে ( সকল কাজের জন্য ) – ৪৮০ ব্যাগ। [ প্রতি ব্যাগ সিমেন্ট মূল্য – ৫৫০  টাকা করে ( ৪৮০ * ৫৫০ = ২,৬৪,০০০/- টাকা ) ]
  • সিলেকশন বা লাল বালি ( মোটা পাথর বালি ) লাগবে – ৪০০ সি,এফ,টি । [ প্রতি সি,এফ,টি বালির মূল্য – ৬০  টাকা করে ( ৪০০ * ৬০ = ২৪,০০০/- টাকা ) ]
  •  সরু বালি বা সাধারন বালি ( আস্তর করার বালি ) লাগবে – ১২০০ সি,এফ,টি । [ প্রতি সি,এফ,টি বালির মূল্য – ১৭  টাকা করে ( ১২০০ * ১৭ = ২০,৪০০/- টাকা ) ]
  • বাড়ির প্রধান দরজা ও বেডরুমের  দরজা ও চৌকাঠ লাগবে – ৬ টি । [ প্রতি পিস দরজা ও চৌকাঠের  মূল্য ( সেগুন কাঠের )  – ২৫০০০ হাজার  টাকা করে ( ২৫০০০ * ৬ = ১,৫০,০০০/- টাকা ) ]
  • বাথরুম বা টয়লেট এর দরজা  লাগবে – ২ টি । [ প্রতি পিস দরজার  মূল্য ( পিভিসি দরজা )  – ৫০০০ হাজার  টাকা করে ( ৫০০০ * ২ = ১০,০০০/- টাকা ]
  • জানালার থাই গ্লাস  লাগবে  – ২২৬ স্কয়ার ফিট।[ প্রতি স্কয়ার ফিট থাই গ্লাস এর  মূল্য  – ৫০০  টাকা করে ( ৫০০ * ২২৬ = ১,১৩,০০০/- টাকা ]
  • জানালার গ্রিল লাগেব – ২২৬ স্কয়ার ফিট।[ প্রতি স্কয়ার ফিট গ্রিল এর  মূল্য  – ২৭০  টাকা করে ( ২৭০ * ২২৬ = ৬১,০২০/- টাকা ]
  • ফ্লোর এর টাইলস ( টয়লেট ও কিচেন এর ফ্লোর সহ ) লাগবে – ১৩০০ স্কয়ার ফিট। [ প্রতি স্কয়ার ফিট টাইলস এর  মূল্য ( টাইলস লাগানোর মজুরি সহ )  – ১৩০  টাকা ” মিরর পলিশ টাইলস ” করে ( ১৩০ * ১৩০০ = ১,৬৯,০০০/- টাকা ]
  • টয়লেট ও কিচেন ওয়াল টাইলস লাগবে – ৪২০ স্কয়ার ফিট। [ প্রতি স্কয়ার ফিট টাইলস এর  মূল্য ( টাইলস লাগানোর মজুরি সহ )  – ৭৫  টাকা ” মিরর পলিশ টাইলস ” করে ( ৪২০ * ৭৫ = ৩১,৫০০/- টাকা ]
  • বৈদ্যুতিক তার , লাইট, ফ্যান , সুইচ ,সকেট, সার্কিট ব্রেকার ও অন্যান্য বৈদ্যুতিক মালামালের জন্য প্রায় ১,০০,০০০/- টাকার মতো লাগবে ।
  • বাথরুম বা টয়লেট ফিটিংস ( কমোড, বেশিন, সিঙ্ক, পানির ট্যাংক, পিভিসি পাইপ ও অন্যান্য মালামালের জন্য প্রায় – ১,৫০,০০০/- টাকার মতো লাগবে।
  • বাড়ির বাহিরের ও ভিতরের কালার ( রঙ ) করার খরচ আসবে প্রায় – ৮০,০০০/- টাকা,
  • সিঁড়ি ও সিঁড়ি রুমের কিছু কাজ আছে এর জন্য লাগবে – ৫০,০০০/- টাকা।
  • বাড়ির ভিটি তে ( বালি বা মাটি দিয়ে ) ভরাট  করার জন্য লাগবে প্রায় – ৫০,০০০/- টাকা।
  • মিস্ত্রি বা ঠিকাদারের ( রাজমিস্ত্রি, রঙ ,বৈদ্যুতিক, বাথরুমের কাজের )  মজুরি বাবদ লাগবে – ৪,৫০,০০০/- টাকার মতো,
  • অন্যান্য আরো কিছু খরচ আছে এর জন্য লাগবে প্রায় – ৫০,০০০/- টাকার মতো ।

এই হিসেবের বাহিরেও আরো কিছু লাগতে পারে বা যা এখানে সংযুক্ত করা হয়নি । বাড়িটি নির্মাণ করতে মোট টাকা লাগবে – ২৬,৬২,৯২০/- টাকা ( ছাব্বিশ লাখ বাষট্টি হাজার নয়শত বিশ টাকা )।তবে জায়গা আর সময় ভেদে টাকা হয়তো কিছু কম বেশি লাগবে । তবে ভবিষ্যৎ এ মালামালের দাম বেড়ে গেলে নির্মাণ খরচ বেড়ে যাবে ।এখানে কোনো ভুল হয়ে থাকলে ,দৃষ্টিভঙ্গি বা মানসিকতা পরিবর্তন করে  স্বাভাবিক ভাবে নিবেন আশা করি ।পোস্ট টি পড়ে ভালো লাগলে , ভালো কাজে লেগে পরুন । ধন্যবাদ বিশেষ দ্রষ্টব্যঃ এই বাড়ির ডিজাইন টি আপনাদেরকে শুধু মাত্র ধারণা দেওয়ার জন্য করা হয়েছে। বাড়ি করার পূর্বে অবশ্যই ভালো কোন ” প্রকৌশলী ( Engineer ) ” এর পরামর্শ নিয়ে বাড়ি করবেন ।


Leave a Comment