5 Bedroom Duplex House Design in Village.

5 Bedroom Duplex House Design in Village. গ্রামের জন্য ৫ বেডরুমের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। এই ডুপ্লেক্স বাড়িটিতে ৫ বেডরুম ছাড়াও আলাদা ড্রইং রুম, ডাইনিং রুম, ফ্যামিলি লিভিং রুম, ৫ টি টয়লেট ও কিচেন আছে।

নিচ তলাতে দুটি মাস্টার বেডরুম, একটি কমন বেডরুম ( মোট তিন টি বেডরুম ) ড্রইং রুম, ডাইনিং রুম, কিচেন , একটি কমন টয়লেট ও সুন্দর একটি রাউন্ড সিঁড়ি আছে । প্রথম তলাতে একটি মাস্টার বেডরুম , একটি কম বেডরুম, ফ্যামিলি লিভিং রুম ,একটি কমন টয়লেট ও সুন্দর একটি ট্যারেস আছে ।

এই ডুপ্লেক্স বাড়িটিকে সব কিছু ঠিক রেখে ৬ টি বেডরুম ও করা যাবে। এখানে ৫ বেডরুমের ফ্লোর প্ল্যান ও ৬ বেডরুমের ফ্লোর প্ল্যান আপনাদের সাথে শেয়ার করবো।

এই বাড়ি টি নিচ তলার আয়তন হচ্ছে ১৪৬০ বর্গফুট এবং উপরের তলার আয়তন হচ্ছে ১০৫০ বর্গফুট। দুটি ফ্লোর এর মোট আয়তন হচ্ছে ২৫১০ বর্গফুট প্রায়।

এই পোস্টে এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটির বিস্তারিত সবকিছু শেয়ার করার চেষ্টা করবো। পুরো পোস্টটি পড়লে আপনি এই ডিজাইন টি সম্পর্কে সম্পূর্ণ ধারনা পেয়ে জাবেন।

এখানে , বাড়িটির থ্রী- ডি ( 3D) ডিজাইন ছবি।

বাড়িটির ফ্লোর প্ল্যান , ৫ বেডরুমের ও ৬ বেডরুমের।

জমির মাপ এবং প্রত্যেকটি রুমের মাপ।

বাড়িটি নির্মাণ করতে কেমন টাকা লাগেব এই সম্পর্কে ও একটি ধারনা দেওয়া চেষ্টা করবো।

5 Bedroom Duplex House Design in Village, 3D Image.

এই ডুপ্লেক্স বাড়িটিকে ২ টি কালার বা রং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এবং সামনের বারান্দার সাথে যে ওয়াল আছে ঐ ওয়াল এ উডেন কালারের টাইলস দেওয়া হয়েছে ।

উপরের ফ্লোর এ ঠিক একই ভাবে বারান্দার ওয়াল টি টাইলস দেওয়া হয়েছে। ডিজাইনে দেওয়া কালার বা টাইলস আপনার ভালো না লাগলে , আপনার কাছে অবশ্যই সুযোগ আছে পরিবর্তন করার। আমরা চেষ্টা করেছি ডিজাইন টি সুন্দর করে দেখানোর জন্য।

5 Bedroom Duplex House Design & Plans Bangladesh.

ডুপ্লেক্স বাড়ির এই ট্যারেস টিকে আরো সুন্দর করে সাজানো যাবে। আমরা আপনাদেরকে একটু ধারনা দেওয়ার চেষ্টা করেছি । আপনি এই জায়গা টিকে অনেক সুন্দর করে সাজাতে পারবেন। এখানে প্রথম তলার ছাঁদে জাওয়ার জন্য ট্যারেস থেকে সিঁড়ি দেওয়া হয়েছে । তবে ভিতরের যে মূল সিঁড়ি টি ছিলো ঐ সিঁড়ি টি ও প্রথম তলার ছাঁদ পর্যন্ত নিয়ে আসা যেতো।

5 Bedroom Duplex House Design & Plans Bangladesh.

৬ বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখতে ” 6 Bedroom Duplex House Design

5 Bedroom Duplex House Design in Village Floor Plans.

৫ বেডরুমের এই ডুপ্লেক্স বাড়িটি নিচ তলার আয়তন হচ্ছে ১৪৬০ বর্গফুট এবং উপরের তলার আয়তন হচ্ছে ১০৫০ বর্গফুট। দুটি ফ্লোর এর মোট আয়তন হচ্ছে ২৫১০ বর্গফুট প্রায়।

বাড়িটি নির্মাণ করতে জমির প্রয়োজন হবেঃ

দৈর্ঘ্য – ৫২ ফিট ০ ইঞ্চি

প্রস্থ – ৩৪ ফিট ৬ ইঞ্চি

মোট জমি বা জায়গা লাগবে –  ৮০০ বর্গফুট প্রায়। ( এখানে চারিদিক থেকে ২ ফিট করে জায়গা ছেরে হিসেব করা হয়েছে ) কেননা বাড়ি করতে গেলে অবশ্যই জায়গা ছেরে করতে হবে । এখানে মিনিমাম জায়গা ছাড়া হয়েছে। আরো বেশি জায়গা ছেড়ে বাড়ি করলে ভালো হবে।

শতাংশ বা ডেসিম্যাল এ জায়গার বা জমির পরিমাণ – ৪.১৫ বা প্রায় ৩ । কাঠায় জায়গার পরিমাণ – ২.৫ জমি লাগবে।

5-Bedroom-Duplex-House-Design-Ground-Floor
5-Bedroom-Duplex-House-Design-Ground-Floor

এই বাড়িটিতে ৬ টি বেডরুম করতে হলে । প্রথম তলা তে যে ফ্যামিলি লিভিং রুমটি আছে এই ফ্যামিলি লিভিং টিকে বেডরুম করে নিলে ৬ টি বেডরুম হয়ে যাবে। নিচে এর ফ্লোর টি দিয়ে দিতেছি।

5-Bedroom-Duplex-House-Design-Ground-Floor

নিচ তলার বেডরুম ও অন্যান্য রুমের মাপ ।

  • সামনের বারান্দা টি– (০৪’ – ০২” X  ১৬’- ১০” )
  • ড্রইং রুম- ( ১২’ – ০৫” X  ১৭’- ০৩” )
  • মাস্টার বেডরুম ০১– ( ১২’ – ০” X  ১২’- ০” ) এটাচ টয়লেট টি – ( ০৭’ – ০৬” X  ০৫’- ০” ) বারান্দা টি – ( ১০’ – ০” X  ০৩’- ০” ) ,
  • ডাইনিং এবং সিঁড়ি রুম– ( ১৩’ – ০” X  ১৯’- ১০” )
  • কিচেন– ( ০৮’ – ০৭” X  ০৯’- ০” )
  • কমন টয়লেট – ( ০৯’ – ০” X  ০৪’- ০” )
  • মাস্টার বেডরুম ০২– ( ১২’ – ০” X  ১২’- ০” ) এটাচ টয়লেট টি – ( ০৭’ – ০” X  ০৪’- ১০” )
  • বেডরুম  ০৩  – ( ১২’ – ০” X ১২’- ০” ) )

১ ম তলার বেডরুম ও অন্যান্য মাপ ।

  • মাস্টার বেডরুম ০৪– ( ১২’ – ০” X  ১২’- ০” ) এটাচ টয়লেট টি – ( ০৭’ – ০” X  ০৪’- ১০” )
  • বেডরুম ০৫– ( ১২’ – ০” X  ১২’- ০” ))
  • ফ্যামিলি লিভিং রুম – ( ০৯’ – ০২” X  ১৬’-০৮” )
  • কমন টয়লেট – ( ০৯’ – ০” X  ০৪’- ০” )
  • সিঁড়ি – ( ১৩’ – ৩” X  ১২’- ০৭” )

5 Bedroom Duplex House Design in Village Cost.

৫ বেডরুমের এই ডুপ্লেক্স বাড়িটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে করতে হবে। এই বাড়িটি ডিজাইনে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেই ভাবে সম্পূর্ণ নির্মাণ করতে গেলে।

বর্তমান সময়ে প্রায় ৪৮ থেকে ৫০ লাখ টাকার মতো খরচ হবে। তবে কেউ যদি আপাদত ১ তলা নির্মাণ করতে চান তাহলে প্রায় ৩২ থেকে ৩৪ লাখ টাকার মতো খরচ হবে।

এখানে যে বাড়িটির নির্মাণ বাজেট নিয়ে ধারনা দেওয়া হয়েছে। এই বাজেট এর মধ্যে বাড়ি নির্মাণ এর সকল লেবার এর মজুরি ও নির্মাণাধীন প্রয়োজনীয় সকল মালামাল অন্তর্ভুক্ত আছে।

এই বাড়িটির ডিজাইন নিয়ে একটি ভিডিও বানানো হয়েছে । ভিডিও টি YouTube থেকে দেখে নিতে পারেন। নিচে ভিডিও লিংক টি দেওয়া থাকবে।


Leave a Comment