5 BEDROOM HOUSE DESIGN BANGLADESH.

5 bedroom house design single storey. ৫ বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন ও ৫ বেডরুমের বাড়ির নকশা , বাড়ির ডিজাইন ছবি ও এর বিস্তারির সকল কিছু এখানে আপনাদের সাথে শেয়ার করবো।

যা যা থাকবে এই পোস্টে

  • বাড়ির ডিজাইন ছবি।
  • বাড়ির নকশা।
  • কি পরিমাণ জমি লাগবে।
  • প্রত্যেকটি রুমের মাপ।
  • বাড়িটির  নির্মাণ খরচ ।

৫ বেডরুমের এই বাড়িটিকে একটু পরিবর্তন করে ২ তলা, ৩ তলা বা আরো বহুতল বাড়ি বানানো যাবে । এই সম্পর্কে জানতে হলে পুরো পষ্টটি পড়তে হবে।

এখানে বাড়ির ডিজাইন ছবি , নকশা দুটোই শেয়ার করবো , তাই আপনি পুরো ডিজাইন টি সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন। এই বাড়ির ডিজাইন টি যদি আপনার ভালো লাগে। আপনার জায়গার পরিমাণ কম বা আপনার বাড়ি নির্মাণ বাজেট কম হওয়ার কারণে করতে পারবেন না এমন টা ভাবেনা , আপনি বাড়ির বাহিরের ডিজাইনটিকে ঠিক রেখে এই বাড়ির নকশা ( Floor Plan )  টি আপনি আপনার মতো পরিবর্তন করতে পারবেন। 

এই বাড়ির ডিজাইন টি নিয়ে সুন্দর একটি ভিডিও বানানো আছে । ভিডিও টি  YouTube এ দেওয়া আছে । নিচে ভিডিও লিংক দেওয়া থাকবে । আপনি ভিডিও টি দেখতে পারেন।

৫ বেডরুমের বাড়ির ডিজাইন ছবি। 5 BEDROOM HOUSE DESIGN 3D.

এখানে এই বাড়ির বাহিরের ( Exterior Design Image ) ডিজাইন ছবি দিয়ে দেতেছি । এই বাড়ির বারান্দার ডিজাইন ,সামনের porch এর ডিজাইন আপনি আপনার মতো পরিবর্তন করতে পারেবন । এখানে বাড়ির রং ( color ) আমাদের মতো করে সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি । আপনি আপনার মতো করে রং ( color ) পরিবর্তন করতে পারেবন।

৫ বেডরুমের বাড়ির ডিজাইন ছবি।
৫ বেডরুমের বাড়ির ডিজাইন ছবি।

5 BEDROOM HOUSE PLANS SINGLE STORY.

এখানে রয়েছে  বাড়িটির নকশার ছবি । এখন  আপনি পুরো ডিজাইন টি সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন। এই প্ল্যান অনেক কিছু পরিবর্তন করার সুযোগ রয়েছে, বিশেষ করে রুম গুলাকে পরিবর্তন করতে পারবেন, ছোট বা বড়ো করতে পারবেন । বাড়ির পুরো প্ল্যানটিকেও একটু ছোট করতে পারবেন।

5 BEDROOM HOUSE PLANS SINGLE STORY

5 BEDROOM FLOOR PLAN DETAILS.

৫ বেডরুমের এই একতলা বাড়িটি করতে জমি লাগবে (দৈর্ঘ্য – ৪৬ ফিট আর প্রস্থ – ৪৫ ফিট ) পুরো জমির পরিমাণ  হচ্ছে  ২০৭০ বর্গফুট বা ৫.৭৬ শতাংশ ( ডেসিম্যাল ) বা ২. ৮৭ কাঠা।

প্রত্যেকটি রুমের এর মাপ আলাদা ভাবে দেওয়া হলো।

  • সামনেরPorch টি– ( ০৯’ – ০৬” X  ১২’- ০” ),
  • ড্রয়িং কাম সিঁড়ি রুম – ( ১৪’ – ০৪” X  ১২’- ৫” ),
  • বেডরুম০১ মাস্টার বেডরুম  – ( ১৩’ – ০” X  ১২’- ০”)  সাথে এটাচ টয়লেট টি – ( ০৫’ – ২” X  ০৭’- ০”)
  • বেডরুম০২ মাস্টার বেডরুম  – ( ১৩’ – ০” X  ১২’- ০”) সাথে এটাচ টয়লেট টি – ( ০৫’ – ০” X  ০৭’- ০”)
  • বেডরুম ০৩  – ( ১৩’ – ০” X  ১২’- ০”) 
  • বেডরুম০৪ – ( ১৪’ – ০৪” X ১২’- ০” ),
  • বেডরুম ০৫  – ( ১৩’ – ০” X  ১২’- ০”) 
  • ডাইনিংরুম– ( ১০’ – ১০” X  ২৬’- ৪” ),
  • কিচেন– ( ০৭’ – ০” X  ০৫’- ০৫” )
  • কমনটয়লেট– ( ০৫’ – ৩” X  ০৭’- ০” )

5 BEDROOM HOUSE COST TO BUILD. ৫ বেডরুমের বাড়ি তৈরির খরচ।

এটি একটি একতলা বাড়ি। এই বাড়িটি নির্মাণ করতে গেলে এক তলা ফাউন্ডেশন দিতে হবে। তবে কেউ যদি ২ তলা বা ৩ তলা নির্মাণ করতে চান তাহলে ফাউন্ডেশন সে অনুযায়ী দিতে হবে । একতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করতে প্রায় ৩২ থেকে ৩৩ লাখ টাকার মতো খরচ হবে। এই বাজেট এর মধ্যে বাড়ি নির্মাণ এর সকল মালামাল , লেবার দের মজুরি সহ সকল কিছু অন্তর্ভুক্ত আছে।

তবে জায়গা আর সময় ভেদে টাকা হয়তো কিছু কম বেশি লাগবে । তবে ভবিষ্যৎ এ মালামালের দাম বেড়ে গেলে নির্মাণ খরচ বেড়ে যাবে ।

এখানে কোনো ভুল হয়ে থাকলে ,দৃষ্টিভঙ্গি বা মানসিকতা পরিবর্তন করে  স্বাভাবিক ভাবে নিবেন আশা করি ।

পোস্ট টি পড়ে ভালো লাগলে , ভালো কাজে লেগে পরুন । ধন্যবাদ

বিশেষ দ্রষ্টব্যঃ এই বাড়ির ডিজাইন টি আপনাদেরকে শুধু মাত্র ধারণা দেওয়ার জন্য করা হয়েছে। বাড়ি করার পূর্বে অবশ্যই ভালো কোন ” প্রকৌশলী ( Engineer ) ” এর পরামর্শ নিয়ে বাড়ি করবেন ।

৫ বেডরুমের এই বাড়ির ডিজাইনটির  YouTube  ভিডিও লিংক।


Leave a Comment