Bangladesh House Design 4 Bedroom.

Bangladesh House Design 4 Bedroom. ৪ টি বেডরুম, ড্রইং, ডাইনিং , কিচেন ও ৩ টি টয়লেট নিয়ে এই বাড়ির ডিজাইন টি করা হয়েছে। এই বাড়িটি একতলা বাড়ি হিসেবে ডিজাইন করা হয়েছে।

তবে এই বাড়িটিকে ২ তলা ও করা যাবে। এই বাড়িটি নির্মাণ করতে জায়গা বা জমি লাগবে প্রায় ১৬৪০ বর্গফুট। এই বাড়িটির প্রত্যেকটি বেডরুম মোটামুটি বড়ো সাইজের। এই বাড়িটিকে একটু ছোটো করে করা যাবে।

এখানে এই বাড়ির ডিজাইনটির বিস্তারিত শেয়ার করার চেষ্টা করবো ।

যা যা থাকবে এই পোস্টে –

  • এই বাড়িটির ডিজাইন ছবি বা ৩ ডি ডিজাইন ছবি।
  • বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান।
  • বাড়িটি মালামালের হিসেব।
  • বাড়িটির প্রত্যেকটি রুমের মাপ ও জায়গার মাপ।

Bangladesh House Design 4 Bedroom 3D Image. ৪ বেডরুম বাড়ির ৩ ডি ডিজাইন ছবি।

এই বাড়িটির সমানের দিকে ২ টি বারান্দা ও একটি আছে এবং পরচ এর নিচে বসার জন্য চেয়ার বা বেঞ্চ দেওয়া যাবে। বাড়িটির সামনে দুই ধরনের টাইলস ব্যাবহার করা হয়েছে এবং বাড়ির বাহিরে দুটি কালার বা রং দেওয়া হয়েছে। বাড়িটির বারান্দা ও পরচ এর সামনের ডিজাইন টাইলস ও পরচ এর নিচে ব্রিক টেক্সচার এর টাইলস ব্যাবহার করা হয়েছে।

Bangladesh House Design 4 Bedroom

এখানে টাইলস ও কালার বা যে রং ব্যবহার করা হয়েছে , এই কম্বিনেশন মুলত ৩ ডি তে ডিজাইনটিকে সুন্দর দেখানোর জন্য । এখানে অন্য কোন কালার বা রং এবং টাইলস ব্যাবহার করা যেতো । আপনি আপনার মতো করে এগুলো বাছাই করে নিবেন।

Bangladesh House Design 4 Bedroom

৪ বেডরুমের এই বাড়ির ডিজাইনটিকে আমরা চেষ্টা করেছি সুন্দর করে দেখানোর জন্য । এখানে বারান্দার ডিজাইন ও পরচ এর ডিজাইন টি আপনার ভালো না লাগলে, আপনি খুব সহজে পরিবর্তন করে নিতে পারবেন।

আমাদের এই সাইটে ৪ বেডরুমের অনেক গুলি বাড়ির ডিজাইন ও এর বিস্তারিত দেওয়া আছে দেখে নিতে পারেন। এখানে ৪ বেডরুমের একটি বাড়ির দিজাইনের লিংক দিয়ে দিতেছি।

অল্প খরচে ৪ বেডরুমের একতলা বাড়ির ডিজাইন । এখানে ক্লিক করুণ

Bangladesh House Design 4 Bedroom Floor Plan.

৪ বেডরুমের এই বাড়িটি নির্মাণ করতে জমি বা জায়গার প্রয়োজন হবে।

লম্বা বা দৈর্ঘ্য – ৪২ ফিট ০ ইঞ্চি।

প্রস্থ – ৩৯ ফিট  ০ ইঞ্চি ।

মোট জমির পরিমাণ  হচ্ছে  ১৬৪০ বর্গফুট 

শতাংশ বা ডেসিম্যাল এ জায়গার পরিমাণ – ৩.৭৬

 কাঠা তে জায়গার পরিমাণ – ২.২৮

এখানে জমির যে হিসেব টি দেওয়া হয়েছে , তা জায়গা ছেড়ে হিসেব করা হয়নি । বাড়ি করতে গেলে অবশ্যই জায়গা ছেড়ে করতে হবে । তাই আপনি আপনার মতো জায়গা ছেড়ে করবেন, তবে কম করে হলে ও চেষ্টা করবেন ২ ফিট জায়গা ছাড়ার । এর থেকে বেশি ছাড়তে পারলে ভালো হবে।

Bangladesh House Design 4 Bedroom Plans

প্রত্যেকটি রুমের মাপঃ

  • পরচ – ( ০৮ ’ – ০২” X  ১৩’- ০” )
  • ড্রইং রুম – ( ১১ ’ – ০৯” X  ১১’- ০৪” )
  • মাস্টার বেডরুম _০১ – ( ১৩ ’ – ০” X  ১৩’- ০” ) সাথে এটাচ টয়লেট – ( ০৭ ’ – ০৬” X  ০৪’- ০” ) বেডরুমের বারান্দা – ( ১০ ’ – ৬” X  ৩’- ০” )
  • মাস্টার বেডরুম _০২ – ( ১৩ ’ – ০” X  ১২’- ০” ) সাথে এটাচ টয়লেট – ( ০৭ ’ – ০৬” X  ০৪’- ০৫” ) বেডরুমের বারান্দা – ( ১০ ’ – ৬” X  ৩’- ০” )
  • ডাইনিং রুম – ( ০৯ ’ – ০৩” X  ১২’- ০৪” ) লবি – ( ০৪ ’ – ১০” X  ০৭’- ১১” )
  • কমন টয়লেট – ( ০৭ ’ – ০৬” X  ৪’- ০৫” )
  • বেডরুম ০৩ – ( ১১ ’ – ০৬” X  ১২’- ০৪” )
  • কিচেন ও সিঁড়ী একসাথে – ( ১১ ’ – ০৬” X  ১২’- ০৪” )
  • বেডরুম ০৪ – ( ১১ ’ – ০৬” X  ১৩’- ০” )

Bangladesh House Design 4 Bedroom Materials Estimate.

Bangladesh House Design 4 Bedroom  এই বাড়িটি নির্মাণ করতে যে সকল মালামাল লাগবে এর মূল মালামালের হিসেব এখানে আছে। এই হিসেব ১০০% সঠিক হবে না ,কিছু কম-বেশি হতে পারে। এটি একতলা বাড়ির ফাউন্ডেশন দরে হিসেব করা।

  • রড লাগবে ১৬ মিলি, ১২ মিলি, ১০ মিলি, ৮ মিলি সব  মিলে – ৬৭০০ কেজি ।
  • ইট ( ওয়াল এর জন্য ) লাগবে  – ২৪,০০০ হাজার ।
  • ইট ( খোয়ার জন্য ) লাগবে  – ১৮,০০০ হাজার ।
  • সিমেন্ট লাগবে ( সকল কাজের জন্য ) – ৬৫০ ব্যাগ। 
  • সিলেকশন বা লাল বালি ( মোটা পাথর বালি ) লাগবে – ৯০০ সি,এফ,টি । 
  • সরু বালি বা সাধারন বালি ( আস্তর করার বালি ) লাগবে – ১৬৫০ সি,এফ,টি । 
  • বাড়ির প্রধান দরজা ও বেডরুমের  দরজা ও চৌকাঠ লাগবে – ৮ টি । 
  • বাথরুম বা টয়লেট এর দরজা  লাগবে – ৩ টি ।
  • জানালার থাই গ্লাস  লাগবে  – ২৬০ বর্গফুট।
  • জানালার গ্রিল লাগবে – ৪১০ বর্গফুট।

এই ছিলো বাড়িটির বিস্তারিত । এই বাড়টির ডিজাইন নিয়ে একটি ভিডিও বানানো আছে YouTube থেকে দেখে নিতে পারেন


Leave a Comment