Beautiful 3 Bedroom House Design. ৩ বেডরুমের বাড়ির ডিজাইন।

Beautiful 3 Bedroom House Design. ৩ বেডরুমের বাড়ির ডিজাইন। এই বাড়িটতে ৩ বেডরুম ছাড়াও ড্রাইং ও ডাইনিং রুম, কিচেন, ২ টি টয়লেট ও সিঁড়ি আছে। এই বাড়িটি ১ তলা থেকে শুরু করে ৫ … ৬ তলা পর্যন্ত নির্মাণ করা যাবে। গ্রামের জন্য বাংলো বাড়ি হিসেবে ও করা যাবে।

বাড়িটির সামনের দিকে ২ টি বারান্দা ও একটি পোরচ আছে। এখানে বাড়িটির বারান্দার ডিজাইন ও পরচ এর ডিজাইন পরিবর্তন করা যাবে । এই ডিজাইনটিকে ঠিক রেখে ৪ বেডরুম এবং ৫ বেডরুমের বাড়ি ও করা যাবে।

  • বাড়িটির ডিজাইন ছবি বা ৩ ডি ডিজাইন।
  • বাড়িটির ফ্লোর প্ল্যান বা নকশা ।
  • জায়গার মাপ ও প্রত্যেকটি রুমের মাপ।
  • বাড়িটি নির্মাণ করতে কেমন খরচ হবে হিসেব।

এখানে প্রত্যেকটি রুমের মাপ আলাদা ভাবে দেওয়া থাকবে। যদি কারো বেডরুম গুলো বেশি বড়ো দরকার হয় , তাহলে বড়ো করা যাবে যদি নির্মাণ বাজেট ও জায়গা নিয়ে সমস্যা না থাকে। আবার করো যদি নির্মাণ বাজেট কম থাকে তাহলে এই বাড়িটিকে একটু ছোট করে নির্মাণ করা যাবে।

Beautiful 3 Bedroom House Design Image. বাড়িটির ডিজাইন ছবি বা ৩ ডি ডিজাইন।

৩ বেডরুমের এই বাড়ির ডিজাইন- টিকে আমরা চেষ্টা করেছি সুন্দর করে করার জন্য। এখানে বাড়ির কালার থেকে শুরু করে বাড়িটির সামনের ডিজাইন , জানালার ডিজাইন ও সিঁড়ি রুমের ছাদের ডিজাইন টিকে মিল রাখার চেষ্টা করা হয়েছে।

যদি কারো এমন ধরনের ডিজাইন ভালো না লাগে । তলে এখানে এই পুরো ডিজাইন টি পরিবর্তন করা যাবে। এই বাড়িটির যে কালার কম্বিনেশন আছে , আমরা চেষ্টা করেছি একটু সাধারনের মধে রেখে সুন্দর করার জন্য। এখানে আপনি আপনার মতো করে কালার করে নিতে পারবেন।

নিচে আরো কিছু ৩ ডি ডিজাইন করা ছবি দেওয়া থাকবে।

তিন বেডরুমের বাড়ির ডিজাইন ছবি।

তিন বেডরুমের বাড়ির ডিজাইন ছবি।

বাড়ির ডিজাইন করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । এখানে আমাদের YouTube চ্যানেল এই লিংক ও এই বাড়ির ভিডিও টির লিংক দেওয়া থাকবে এবং আমাদের সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার পেয়ে জাবেন।

Beautiful 3 Bedroom House Design and Plan. ৩ বেডরুমের বাড়ির নকশা ।

৩ বেডরুমের এই বাড়িটি নির্মাণ করতে জমি লাগবে।

লম্বা বা দৈর্ঘ্যে – ৪০ ফিট ০ ইঞ্চি,

চওড়া বা প্রস্থে – ৪২ ফিট ০২ ইঞ্চি।

মোট জমি লাগবে – ১৬৮৮ বর্গফুট,।

শতাংশ বা ডেসিম্যাল এ জমির পরিমাণ – ৩.৮৮ , কাঠাতে – ২.৩৫

  • Porch টি– ( ১০ ’ – ০” X  ১১’- ০” )
  • ড্রাইং রুম – ( ১২’ – ০” X  ১১’- ০” )
  • মাস্টার বেডরুম – ০১ ( ১৩’ – ০” X ১০’- ০” ) এটাচ টয়লেট টি – ( ০৪’ – ০” X  ০৮’- ০”)
  • বেডরুম ১– ( ১৩’ – ০” X  ১১’- ০”) সাথে বারান্দা টি – ( ০৩’ – ০৬” X  ১০’- ০৭” )
  • বেডরুম ২– ( ১৩’ – ০” X  ১১’- ০”) সাথে বারান্দা টি – ( ০৩’ – ০৬” X  ১০’- ০৭” )
  • ডাইনিং রুম– ( ১২’ – ০” X  ১২’- ০” ),
  • কিচেন– ( ০৮’ – ০৬” X  ০৭’- ০৬” )
  • কমন টয়লেট– ( ০৫’ – ০” X  ০৯’- ০” )
  • সিঁড়ি– ( ০৭’ – ০৮” X  ১৫’- ০৬” )
3 Bedroom House plans

৩ বেডরুমের এই প্ল্যান টি আপনি, আপনার প্রয়োজন অনুযায়ী একটু ছোট বা বড়ো করে পরিবর্তন করতে পারবেন।

Beautiful 3 Bedroom House Cost. ৩ বেডরুমের বাড়ির নির্মাণ খরচ।

এই বাড়িটি এলতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে গেলে – ২৯ থেকে ৩০ লাখ টাকার মতো খরচ হবে।

২ তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে গেলে – ৩১ থেকে ৩২ লাখ টাকার মতো খরচ হবে।

৩ তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে গেলে – ৩৪ থেকে ৩৫ লাখ টাকার মতো খরচ হবে।

এখানে যে বাড়িটির নির্মাণ বাজেট নিয়ে ধারনা দেওয়া হয়েছে। এই বাজেট এর মধ্যে বাড়ি নির্মাণ এর সকল লেবার এর মজুরি ও নির্মাণাধীন প্রয়োজনীয় সকল মালামাল অন্তর্ভুক্ত আছে।


Leave a Comment