ডুপ্লেক্স বাড়ির ডিজাইন।

ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। অল্প জায়গায় ও অল্প খরচে করা যাবে এই ৪ বেডরুমের ডুপ্লেক্স বাড়িটি। এই বাড়িটিতে ৪ টি বেডরুম ছাড়াও ড্রইং রুম ও ডাইনিং রুম আছে।

টয়লেট আছে ৩ টি এর মধ্যে ২ টয়লেট ২ টি বেডরুমের সাথে এটাচ আর একটি টয়লেট কমন, বাড়িটির সামনের দিকে একটি সুন্দর বারান্ধা আছে।

যারা গ্রামের বাড়িতে বা ছুটিতে বেড়াতে যাবে এর জন্য বাড়ি করার চিন্তা করতেছেন, আপনার এই ছোট সুন্দর ডুপ্লেক্স বাড়িটি করতে পারেন। কম জায়গার ভিতরে সুন্দর একটি ডিজাইন। এখানে চাইলে একটি গারি রাখার গ্যারাজে ও করা যাবে।

যা যা থাকবে এই পস্টটে।

  • বাড়িটির ৩ ডি ডিজাইন ।
  • বাড়িটির ফ্লোর প্ল্যান।
  • বাড়িটি তৈরি করতে কেমন জমি লাগবে।
  • প্রত্যেকটি রুমের মাপ।
  • বাড়িটির নির্মাণ খরচ।

ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ছবি। Duplex House 3d Design.

এখানে বাড়ির বাহিরের ডিজাইন টি ও বাড়ির কালার কম্বিনেশন কে সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি । তবে এখানে অনেক কিছু পরিবর্তন করার সুযোগ রয়েছে । বাড়িটির ডিজাইনটির কিছু অংশ পরিবর্তন ও করা যাবে।

ডুপ্লেক্স বাড়ির ডিজাইন

ডুপ্লেক্স বাড়ির ডিজাইন

ডুপ্লেক্স বাড়ির নকশা বা প্ল্যান।

৪ বেডরুমের এই ডুপ্লেক্স  বাড়িটি নির্কমাণ করতে জমির প্রয়োজন হবে।

দৈর্ঘ্য – ৪৪ ফিট ০ ইঞ্চি

প্রস্থ – ২৯ ফিট ০ ইঞ্চি

মোট জমির পরিমাণ  হচ্ছে  ২৭৬ বর্গফুট 

শতাংশ বা ডেসিম্যাল এ জায়গার পরিমাণ – ২.৯৩ বা প্রায় ৩ ।

 কাঠায় জায়গার পরিমাণ – ১.৭৮

এই ডুপ্লেক্স প্ল্যান টি কে বড়ো করা যাবে। যদি নির্মাণ বাজেট ও জায়গা নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে এই ডুপ্লেক্স বাড়িটিকে একটু বড়ো করে করতে পারেন। তবে এই বাড়িটিকে ৩ টি বেডরুমের করলেও অনেক সুন্দর হবে। বিশেষ করে ড্রইং রুম টি বড়ো হবে।

ডুপ্লেক্স বাড়ির নকশা

এই প্ল্যানটি হচ্ছে নিচ তলার।

ডুপ্লেক্স বাড়ির নকশা।

ডুপ্লেক্স বাড়ির নির্মাণ খরচ।

বর্তমান সময় এই ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করতে গেলে প্রায় ৩৪ থেকে ৩৫ লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। এই বাজেটের মধ্যে এই বাড়ি নির্মাণ এর সাথে জরিত সকল লেবার এর মজুরি এবং সকল কিছু অন্তর্ভুক্ত আছে। সহজ কথায় ডিজাইন এ বাড়িটি যেভাবে দেখেছেন , এই টাকায় এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে পারেবন।

৫ বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ির বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুণ।


Leave a Comment