5 BEDROOM DUPLEX HOUSE DESIGN & PLANS.

গ্রামের জন্য ৫ বেডরুমের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন টি করা হয়েছে। চমৎকার এই DUPLEX বাড়ির ডিজাইনটির বিস্তারিত সকল তথ্য এই এখানে শেয়ার করা হয়েছে । এই বাড়ির ডিজাইন টি সম্পর্কে জানার জন্য বা বাড়ির  ডিজাইন টি বুঝার জন্য যে সকল তথ্য বা নকশা বা ডিজাইন দরকার সবকিছুই এখানে দেওয়া আছে।

DUPLEX HOUSE DESIGN & PLANS

এই ডুপ্লেক্স বাড়ি টি নির্মাণ করতে কেমন টাকা এবং কি পরিমান জমি দরকার এই সম্পর্কে ও একটি সঠিক ধারনা দেওয়া হয়েছে ।

  • বাড়িটির  ডিজাইন ছবি, 
  • ফ্লোর প্ল্যান বা নকশা,
  • বাড়ির নির্মাণ খরচ,
  • STRUCTRAL ডিজাইন এর কিছু নমুনা,
  • ডিজাইনটির একটি অ্যানিমেশন ভিডিও করা আছে ভিডিও লিংক টি দেওয়া থাকবে।

৫ টি বেডরুম, ড্রইং রুম, ডাইনিং, কিচেন ও ৫ টি টয়লেট দিয়ে এই বাড়ির ডিজাইন টি করা হয়েছে।  এই ডুপ্লেক্স বাড়িটি ১ তলা টি অর্ধেক জায়গা নিয়ে করা হয়েছে।এই বাড়িটি তে ২ টি পরচ (Porch) আছে উপরে আর নিচে । এখানে পরচ (Porch) ও বারান্দার ডিজাইন গুলি পরিবর্তন করা যাবে। আপনি চাইলে অন্য ডিজাইন এর  পরচ (Porch) ও বারান্দার করতে পারবেন ।

Duplex বাড়িটির ৫ টি বেডরুমের মধ্যে ৪ টি মাস্টার বেডরুম আর বাকি ১ টি কমন বেডরুম।

এই Duplex বাড়ির কালর থেকে শুরু করে ডিজাইন টিও কিছুটা পরিবর্তন করা যাবে। একটু ছোট ও বড়ো করা যাবে ।

ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ছবি। DUPLEX HOUSE DESIGNS AND PICTURES. ডুপ্লেক্স বাড়ির সামনের ডিজাইন ।

DUPLEX HOUSE DESIGNS AND PICTURES
DUPLEX HOUSE DESIGNS AND PICTURES

DUPLEX HOUSE DRAWING PLAN & ALL MEASUREMENT.

৫ বেডরুমের এই ডুপ্লেক্স  বাড়িটি নির্মাণ  করতে জমি লাগবে

 দৈর্ঘ্য – ৪৪ ফিট ০ ইঞ্চি ,

প্রশস্ত – ৩৮ ফিট ০ ইঞ্চি,  

পুরো জমির পরিমাণ হচ্ছে  ১৬৭২ বর্গফুট বা ৩.৮৫- শতাংশ ( ডেসিম্যাল ) বা ২. ৩৩- কাঠা।

১ম তলা বেডরুম ও অন্যান্য রুমের মাপ ।

  • সামনের পরচ (porch ) টি– ( ১০’ – ৬” X  ০৯’- ০” )
  • লবি– ( ১২’ – ০৫” X  ০৭’- ০” )
  • মাস্টার বেডরুম ০১– ( ১৩’ – ০” X  ১২’- ০” ) এটাচ টয়লেট টি – ( ০৮’ – ০” X  ০৪’- ০” )
  • বারান্দা টি – ( ১১’ – ০” X  ০৪’- ০” ) ,
  • ড্রইং রুম- ( ১৩’ – ০” X  ১২’- ০” ),
  • বারান্দা টি – ( ১১’ – ০” X  ০৪’- ০” )
  • ডাইনিং রুম– ( ১৬’ – ০২” X  ৮’- ০৫” )
  • মাস্টার বেডরুম ০২– ( ১৩’ – ০” X  ১২’- ০” ) এটাচ টয়লেট টি – ( ০৮’ – ০” X  ০৪’- ০” )
  • বেডরুম  ০৩  – ( ১৩’ – ০” X ১২’- ০” )
  • কিচেন– ( ০৮’ – ১০” X  ০৫’- ০৫” )
  • কমন টয়লেট – ( ০৭’ – ০” X  ০৪’- ০৩” )
  • সিঁড়ি – ( ১২’ – ৫” X  ০৭’- ০” )

২য় তলা বেডরুম ও অন্যান্য মাপ ।

  • মাস্টার বেডরুম ০৩– ( ১৩’ – ০” X  ১২’- ০” ) এটাচ টয়লেট টি – ( ০৮’ – ০” X  ০৫’- ০” )
  • মাস্টার বেডরুম ০৪– ( ১৩’ – ০” X  ১২’- ০” ) এটাচ টয়লেট টি – ( ০৮’ – ০” X  ০৫’- ০” )
  • কমন স্পেস– ( ১৭’ – ০” X  ০৫’- ০” )

………………………………………….

THIS 5 BEDROOM DUPLEX HOUSE WILL REQUIRE LAND TO BUILD

LENGTH – 44 FEET 0 INCHES,

WIDE – 38 FEET 0 INCHES,

THE TOTAL LAND AREA IS 1672 SQUARE FEET OR 3.85- DECIMAL OR 2. 33 KATHA.

MEASUREMENTS OF 1ST FLOOR BEDROOM, TOILETS, AND OTHER SPACE.

FRONT PORCH (10′-6″ X 09′-0″)

LOBBY – (12’ – 05” X 07’ – 0”)

MASTER BEDROOM 01 – (13’-0” X 12’-0”)

ATTACH TOILET  – ( 08’ – 0” X 04’ – 0”)

BALCONY  – (11’-0” X 04’-0”),

DRAWING ROOM- (13′-0″ X 12′-0″),

BALCONY  – (11’-0” X 04’-0”)

DINING ROOM – (16’ – 02” X 8’ – 05”)

MASTER BEDROOM 02 – (13’-0” X 12’-0”)

ATTACH TOILET T – (08’ – 0” X 04’ – 0”)

BEDROOM 03 – (13’-0” X 12’-0”)

KITCHEN – (08’ – 10” X 05’ – 05”)

COMMON TOILET – (07’ – 0” X 04’ – 03”)

STAIRS – (12′-5″ X 07′-0″)

2ND FLOOR BEDROOM AND OTHER SPACE MEASUREMENTS.

MASTER BEDROOM 03 – (13’-0” X 12’-0”)

ATTACH TOILET T – (08’ – 0” X 05’ – 0”)

MASTER BEDROOM 04 – (13’-0” X 12’-0”)

ATTACH TOILET T – (08’ – 0” X 05’ – 0”)

COMMON SPACE – (17’-0” X 05’-0”)

ডুপ্লেক্স বাড়ির নকশা।DUPLEX HOUSE DESIGN PLAN.

এখানে ডুপ্লেক্স বাড়ির টির নকশা ও কিছু STRUCTURAL ডিজাইন শেয়ার কর হইলো । এখান আপনি এই ডিজাইন সম্পর্কে সবকিছু বুঝতে পারবেন এবং সম্পূর্ণ একটি ধারনা পাবেন।

এর পরেও আর কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন , কমেন্ট করে জানতে পারেন। এই বাড়টির ডিজাইন নিয়ে YOUTUBE এ একটি ভিডিও দেওয়া আছে দেখে আসতে পারেন।

Duplex house plan
Duplex house plan
Duplex house plan
Duplex house plan
Duplex house plan
Foundation Layout plan
Duplex House Plan
Foundation Layout plan
FOUNDATION LAYOUT PLAN
Duplex House Plan

বাড়িটির ডিজাইন নিয়ে সুন্দর একটি ভিডিও বানানো আছে যেখানে  বিস্তারিত সব তথ্য দেওয়া আছে । ভিডিও টি  YouTube থেকে  দেখলে আপনি ভালো একটি ধারণা পাবেন ।

ডুপ্লেক্স বাড়ির খরচ। DUPLEX HOUSE COST.

এই ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করতে গেলে ২ তলা ফাউন্ডেশন দিবে হবে। ১ম ফ্লোর টি ২ তলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করতে গেলে ২৭ থেকে ২৮ লাখ টাকার মতো খরচ হবে ।

২য় তলা টি নির্মাণ করার সময় আর ফাউন্ডেশন খরচ লাগবে না ১২ থেকে ১৩ লাখ টাকার মতো খরচ হবে । এ ছারাও ছাদের  পেরাপেট ওয়াল সিঁড়ি ও অনন্যা খরচ বাবদ ৩ থেকে ৪ লাখ টাকার মতো খরচ হবে।সব মেলায়ে ৪২ থেকে ৪৪ লাখ টাকার মতো খরচ হবে ।

জায়গা ভেদে কোঁথাও হয়তো ১ থেকে ২ লাখ টাকার মতো খরচ কম বেশি হতে পারে। আবার ভবিষ্যৎ এ মালামালের দাম বেড়ে গেলে নির্মাণ খরচ বেড়ে যাবে। এই বাজেট এর মধ্যে বাড়ির নির্মাণ সাথে জরিত সকল লেবার , মিস্ত্রি র মজুরি, ফ্লোর ও ওয়াল এর টাইলস, কালার সহ সকল কিছু অন্তরবুক্ত আছে।

পোস্ট টি পরে কেমন লাগলো আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ


1 thought on “5 BEDROOM DUPLEX HOUSE DESIGN & PLANS.”

  1. খুবই ভাল লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ

    Reply

Leave a Comment