Modern Duplex House Design.

( ৪৫’-০” X ৪০’-০” ) জায়গা এই ৬ বেডরুমের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন টি করা হয়েছে। এই ডুপ্লেক্স বাড়ীটিতে ৬ বেডরুম ছারাও ড্রয়িং রুম , ডাইনিং রুম, কিচেন, পাঁচ টি টয়লেট ও সুন্দর রউন্ড সিঁড়ি আছে।

এই বাড়িটিতে ৬ বেডরুমের মধ্যে ৪ টি বেডরুমই মাস্টার বেডরুম এবং বাকি ২ টি কমন বেডরুম। নিচ তলাতে ৪ বেডরুম, ড্রয়িং, ডাইনিং রুম ও কিচেন আছে । উপরের তলা তে ২ টি মাস্টার বেডরুম আছে। এই ৬ বেডরুমের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন টির বিস্তারিত এখানে শেয়ার করবো।

এখানে আরো যা যা থাকবেঃ

  • ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ছবি।
  • বাড়ির ফ্লোর প্ল্যান বা ড্রয়িং প্ল্যান।
  • এই বাড়ির ডিজাইন টির একটি ভিডিও লিংক।

Duplex House Design. ডুপ্লেক্স বাড়ির সামনের ডিজাইন।

Duplex House Design.

এখানে যে প্রথম ছবি টি রয়েছে এই ছবি টি বাড়ির সামনের ডিজাইন। বাড়িটির সামনে বারান্দা ও Porch আছে . এখানে কিছু কিছু ডিজাইন খুব সহজেই পরিবর্তন করা যাবে। আপনি প্রয়োজন মনে করলে আপনার মতো করে কিছুটা পরিবর্তন করতে পারবেন।

Duplex House Design

এই ছবিতে বাড়িটির একটি পাশের ডিজাইন দেখানো হয়েছে। এখানে জানালার ডিজাইন একটু সাধারণ রাখা হয়েছে। এই ডিজাইন টিকেও পরিবর্তন করা যাবে। বারান্দার ডিজাইন ও সাদের পেরাপেট ওয়াল এর ডিজাইন টি ও পরিবর্তন করা যাবে।

Duplex House Design & Duplex House Plans.

৬ বেডরুমের এই ডুপ্লেক্স  বাড়িটি নির্মাণ  করতে জমি লাগবে

 দৈর্ঘ্য – ৪৫ ফিট ০ ইঞ্চি ,

প্রস্থ – ৪০ ফিট ০ ইঞ্চি,  

মোট জায়গা বা জমি লাগবে   ১৮০০ বর্গফুট

শতাংশ বা ডেসিম্যাল এ জায়গার পরিমাণ – ৪.১৪।

কাঠা তে জায়গার পরিমাণ – ২.৫১

এই বাড়ির ডিজাইন টি নিয়ে সুন্দর একটি বাড়ির ভিডিও বানানো আছে । YouTube থেকে ভিডিও দেখে নিতে পারেন। লিংক টি নিচে দেওয়া থাকবে ।

এখানে এই ডুপ্লেক্স বাড়ির নিচ তলা ও উপরের তলা ২ টি প্ল্যান ই শেয়ার করতেছি.

Duplex House plans

উপরে নিচ তলার প্ল্যান টি রয়েছে । এখানে প্ল্যান এ বাড়ির মাপ টি দেওয়া আছে।

Duplex House plans

এখানে এই ডুপ্লেক্স বাড়িটির ডিজাইন ও ফ্লোর প্ল্যান এবং কিছ তথ্য শেয়ার করা হয়েছে । এই ডিজাইন টি সম্পর্কে আর জানে উপরের লিংক থেকে ভিডিও টি দেখে নিতে পারেন।


2 thoughts on “Modern Duplex House Design.”

  1. প্রিয়,
    ধন্যবাদ আপনাকে! ডিজাইনটি শেয়ার করার জন্য। সামান্য কিছু পরিবর্তন করে একটি বাড়ির ডিজাইন করতে চাই। প্লিজ বলবেন কি, কত টাকা ফি দিতে হবে। ধন্যবাদ।

    Reply
    • YouTube এ CW Design টি চ্যানেল টি ভিজিট কররুন। এখানে আমাদের মোবাইল নাম্বার পাবেন।

      Reply

Leave a Comment