New House Design in Village.

New house design in village. ( 39′-0″ X 38′-0″ ) জায়গায় ৩ বেডরুমের এই বাড়ির ডিজাইন টি করা হয়েছে। ৩ টি বেডরুম ছাড়াও বাড়িটিতে ড্রইং রুম, ডাইনিং রুম, কিচেন ও প্রার্থনার রুম আছে।

৩ টি বেডরুমের মধ্যে দুটি টি মাস্টার বেডরুম ও একটি কমন বেডরুম। বাড়ির সামনের দিকে ও বা পাশে বারান্ধা আছে। এই ডিজাইনের ২ তলা , ৩ তলা বাড়ি ও করা যাবে।

এই পোস্টে বাড়ির ডিজাইন টির বিস্তারিত সবকিছু এখানে শেয়ার করবো।

বাড়ির ড্রয়িং প্ল্যান।


বাড়ির ডিজাইন ছবি।

বাড়ি নির্মাণের মালামালের হিসেব।

বাড়ির এক্সটেরিওর ডিজাইনের অ্যানিমেশন ভিডিও.

এই বাড়ির ডিজাইনটির পুরো ভিডিও দেখতে আমাদের YouTube চ্যানেল টি ভিজিট করতে পারেন। নিচে ভিডিও লিংক দেওয়া থাকবে।

New House Design in Village Picture.

এখানে বাড়ির ডিজাইনটির বাহিরের রং ( কালার ) থ্রীডি তে সুন্দর দেখানোর জন্য আমরা একটু চকচকে রং ব্যবহার করেছি। আপনি আপনার মতো করে বাহিরের রং করে নিবেন। বাড়ির ডিজাইনটি কিছু পরিবর্তন করতে পারবেন।

3 Bedroom House Design

3 Bedroom House Design

New House Design in Village Floor Plan.

এই বাড়িটি নির্মাণ করতে জমি লাগবে ,

লম্বা বা দৈর্ঘ্যে – ৩৯ ফিট ০ ইঞ্চি ।

চওড়া বা প্রস্থে – ৩৮ ফিট ০ ইঞ্চি ।

মোট জমি লাগবে ১৪৮০ বর্গফুট , শতাংশ বা ডেসিম্যাল এ – ৩.৪১ ( শতাংশ বা ডেসিম্যাল ) । কাঠা তে হিসেব করলে – ২.০৫ কাঠা জায়গা লাগবে।

নিচে বাড়িটির ফ্লোর প্ল্যান টি শেয়ার করছি।

3-Bedroom-House-Design-Plan

প্রত্যেকটি রুমের মাপঃ

  • বারান্দা – ( ০৬ ’ – ০” X  ১১’- ৩” )
  • ড্রইং রুম – ( ১১ ’ – ০” X  ১১’- ০” )
  • মাস্টার বেডরুম _০১ – ( ১৩ ’ – ০” X  ১২’- ০” ) সাথে এটাচ টয়লেট – ( ০৭ ’ – ০৬” X  ০৫’- ০” ) বেডরুমের বারান্দা – ( ১০ ’ – ” X  ৩’- ০” )
  • মাস্টার বেডরুম _০২ – ( ১২ ’ – ০” X  ১২’- ০” ) সাথে এটাচ টয়লেট – ( ০৭ ’ – ০৬” X  ০৫’- ০” ) বেডরুমের বারান্দা – ( ১০ ’ – ০” X  ৩’- ০” )
  • বেডরুম ০৩ – ( ১২ ’ – ০” X  ১০’- ০” )
  • ডাইনিং রুম – ( ১০ ’ – ০৪” X  ২১’- ০৩” )
  • কমন টয়লেট – ( ০৮ ’ – ০” X  ৪’- ০” )
  • কিচেন – ( ১০’ – ১০” X  ০৫’- ১০” )
  • প্রার্থনার রুম – ( ০৬ ’ – ০” X  ০৭’- ০৫” )
  • সিঁড়ি – ( ১৬ ’ – ০৩” X  ০৭’- ০” )

New House Design in Village Materials Estimate.

এই বাড়িটি নির্মাণ করতে যে সকল মালামাল লাগবে এর হিসেব এখানে আছে। এই হিসেব ১০০% সঠিক হবে না ,কিছু কম-বেশি হতে পারে। এটি একতলা বাড়ির ফাউন্ডেশন ধরে হিসেব করা হয়েছে। 

  • রড লাগবে ১৬ মিলি, ১২ মিলি, ১০ মিলি, ৮ মিলি সব  মিলে – ৫৯০০ কেজি । 
  • ইট ( ওয়াল এর জন্য ) লাগবে  – ২১,০০০ হাজার ।
  • ইট ( খোয়ার জন্য ) লাগবে  – ১৭,০০০ হাজার ।
  • সিমেন্ট লাগবে ( সকল কাজের জন্য ) – ৬৫০ ব্যাগ। 
  • সিলেকশন বা লাল বালি ( মোটা পাথর বালি ) লাগবে – ৯০০ সি,এফ,টি । 
  •  সরু বালি বা সাধারন বালি ( আস্তর করার বালি ) লাগবে – ২০০০ সি,এফ,টি । 
  • বাড়ির প্রধান দরজা ও বেডরুমের  দরজা ও চৌকাঠ লাগবে – ৮ টি । 
  • বাথরুম বা টয়লেট এর দরজা  লাগবে – ৩ টি । 
  • জানালার থাই গ্লাস  লাগবে  – ১৯০ বর্গফুট।
  • জানালার গ্রিল লাগবে – ৩৪০ বর্গফুট।

৩ বেডরুমের আরো একটি বাড়ির ডিজাইন দেখতে এখানে ক্লিক করুন।


Leave a Comment