Simple Home Design in Village.

Simple home design in the village. ২ বেডরুমের, ডাইনিং রুম, কিচেন ও একটি টয়লেট রয়েছে এই বাড়িটিতে। ২ বেডরুমের এই ছোট বাড়িটি নির্মাণ করতে মাত্র ১ কাঠা জায়গা বা জমি লাগবে এর জন্য এই বাড়িটি অল্প টাকায় নির্মাণ করা যাবে।

কেউ যদি এমন ডিজাইনের ৩ বেডরুম বা ৪ বেডরুমের বাড়ি নির্মাণ করতে চান করতে পারবেন। এই ডিজাইনটিকে কিছু পরিবর্তন করার ও সুযোগ আছে।

এখানে এই বাড়িটির , বাহিরের ডিজাইন ছবি, ফ্লোর প্ল্যান, রুম গুলোর মাপ, নির্মাণ খরছ কেমন হবে এই সম্পর্কে বিস্তারিত সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো।

Simple Home Design in Village 3D Picture.

এই বাড়িটির সামনের দিকে সুন্দর একটি খোলা বারান্দা আছে এবং এর সাথে ছাদে যাওয়ার জন্য সিঁড়ি। এই বাড়িটিকে ডুপ্লেক্স বাড়ি ও করা যাবে। বাড়িটির সামনের কিছু ডিজাইন ছবি আপনাদের সাথে শেয়ার করতেছি।

Simple Village House Design

২ বেডরুমের এই বাড়ির বাহিরের ডিজাইনে কনো কালার বা রং দেওয়া হয়নি। এখানে মূলত সিরামিক ব্রিক্স ব্যবহার করা হয়েছে । তাই বাহিরে ডিজাইন টি এই ব্রিক্স টেক্সচার রাখা হয়েছে। তবে বাহিরে প্লাস্টার বা আস্তর করে , যেকোনো কালার বা রং করা যাবে।

Simple Village House Design

অল্প টাকায় ২ বেডরুমের বাড়ির ডিজাইন দেখতে ” Low budget 2 Bedroom House Design. “

Simple Home Design in Village Floor Plan.

২ বেডরুমের এই বাড়িটি নির্মাণ করতে জমি বা জায়গার প্রয়োজন হবে।

লম্বা বা দৈর্ঘ্য – ৩০ ফিট ০৬ ইঞ্চি।প্রস্থ – ২৪ ফিট  ০ ইঞ্চি ।

মোট জমির পরিমাণ  হচ্ছে  ৭৩২ বর্গফুট . শতাংশ বা ডেসিম্যাল এ হিসেব করলে জায়গার পরিমাণ – ১.৬৯ আর কাঠায় হিসেব করলে – ১ কাঠা জায়গা লাগবে

এখানে জমির যে হিসেব টি দেওয়া হয়েছে , তা জায়গা ছেড়ে হিসেব করা হয়নি । বাড়ি করতে গেলে অবশ্যই জায়গা ছেড়ে করতে হবে । তাই আপনি আপনার মতো জায়গা ছেড়ে করবেন, তবে কম করে হলে ও চেষ্টা করবেন ২ ফিট জায়গা ছাড়ার । এর থেকে বেশি ছাড়তে পারলে ভালো হবে।

Simple Village House Design Floor Plan

এই বাড়িটির ভিডিও থেকে দেখতে নিচের লিংকে দেখুন।


Leave a Comment