৪ বেডরুমের একতলা বাড়ির ডিজাইন ও মালামালের হিসাব। Single Story 4 Bedroom House.

Single Story 4 Bedroom House

Single Story 4 Bedroom House.৪ বেডরুমের একতলা বাড়ির ডিজাইন ও মালামালের হিসাব। ৪ বেডরুমের এই একতলা বাড়িটিতে ডাইনিং রুম, কিচেন, কমন স্পেস ও ২ টি টয়লেট আছে।

৪ বেডরুমের এই একতলা বাড়িটি নির্মাণ করতে ১৩৬৫ বর্গফুট জমি লাগবে। এই বাড়িটি একটু কম জায়গা নিয়ে করা হয়েছে, তাই রুম গুলো একটু ছোট।

৪ টি বেডরুমের মধ্যে একটি মাস্টার বেডরুম এবং বাকি ৩ টি বেডরুম কমন বেডরুম। এই বাড়িটি একটু বড়ো করে করলে রুম গুলো একটু বড়ো হবে এবং ৩ টি টয়লেট দেওয়া যাবে।

এই বাড়িটি ডিজাইন টি সম্পর্কে জানার জন্য ,যা যা আপনাকে পরতে হবে।

  • বাড়িটির ফ্লোর প্ল্যান বা ড্রাইং প্ল্যান।
  • বাড়ির নির্মাণের সকল মালামালের হিসেব।
  • বাড়ির ডিজাইন ছবি।
  • বাড়িটি নির্মাণ করতে যে জমি লাগবে, সেই জমি মাপ।
  • প্রত্যেকটি রুমের মাপ।

Single Story 4 Bedroom House Design Iamge ।৪ বেডরুমের বাড়ির ডিজাইন ছবি।

এখানে বাড়ির ডিজাইন টির কিছু ৩ ডি ছবি দেওয়া থাকবে। এই বাড়িটিকে আমরা চেষ্টা করেছি সুন্দর করে দেখানোর জন্য। এখানে যে কালার টি করা হয়েছে এই কালার টি শুধু মাত্র আপনাদেরকে এর ডিজাইন সম্পর্কে ধারনা দেওয়া জন্য করা হয়েছে। এটি আপনি আপনার মতো করে পরিবর্তন করে নিতে পারবেন।

ingle Story 4 Bedroom House
ingle Story 4 Bedroom House

Single Story 4 Bedroom House Plan.

৪ বেডরুমের Single Story এই বাড়িটি নির্মাণ করতে জমির প্রয়োজন হবে।

লম্বা বা দৈর্ঘ্যে – ৪১ ফিট ০৬ ইঞ্চি,

চওড়া বা প্রস্থে – ৩২ ফিট ০৮ ইঞ্চি।

মোট জমি লাগবে – ১৩৬৫ বর্গফুট,। শতাংশ বা ডেসিম্যাল এ জমির পরিমাণ – ৩.১৪ , কাঠাতে – ১.৯১ জায়গা বা জমি লাগবে বাড়িটি নির্মাণ করতে।

Single Story 4 Bedroom House plans
  • Porch টি– ( ০৮ ’ – ০” X  ১০’- ০” )
  • মাস্টার বেডরুম – ০১ ( ১২’ – ০” X ১১’- ০৬” ) এটাচ টয়লেট টি – ( ০৪’ – ০” X  ০৭’- ০”) সাথে বারান্দা টি – ( ০৩’ – ০” X  ০৯’- ০” )
  • বেডরুম ২– ( ১২’ – ০” X  ১১’- ০৬”) সাথে বারান্দা টি – ( ০৩’ – ০” X  ০৯’- ০” )
  • কমন স্পেস – ( ০৮’ – ০৬” X  ১৮’- ০২” )
  • ডাইনিং রুম – ( ১১’ – ০৫” X  ০৯’- ০” )
  • বেডরুম ৩– ( ১১’ – ০” X  ১১’- ০”)
  • বেডরুম ৪– ( ১১’ – ০” X  ১১’- ০” ),
  • কিচেন– ( ০৮’ – ০৬” X  ০৫’-১ ০” )
  • কমন টয়লেট– ( ০৪’ – ০” X  ০৭’- ০” )
  • সিঁড়ি– ( ১৩’ – ০৬” X  ০৮’- ০” )

৪ বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আরো একটি ডিজাইন দেখতে এখানে ক্লিক করুন।

Single Story 4 Bedroom House এর মালামালের হিসাব।

Single Story 4 Bedroom House এই বাড়িটি নির্মাণ করতে যে সকল মালামাল লাগবে এর হিসেব দিয়ে দেতেছি। এই হিসেব ১০০% সঠিক হবে না ,কিছু কম-বেশি হতে পারে।

  • রড লাগবে ১৬ মিলি, ১২ মিলি, ১০ মিলি, ৮ মিলি সব  মিলে – ৫২০০ কেজি । 
  • ইট ( ওয়াল এর জন্য ) লাগবে  – ১৯,০০০ হাজার ।
  • ইট ( খোয়ার জন্য ) লাগবে  – ১৪,০০০ হাজার ।
  • সিমেন্ট লাগবে ( সকল কাজের জন্য ) – ৫১০ ব্যাগ। 
  • সিলেকশন বা লাল বালি ( মোটা পাথর বালি ) লাগবে – ৭০০ সি,এফ,টি । 
  • সরু বালি বা সাধারন বালি ( আস্তর করার বালি ) লাগবে – ১৫০০ সি,এফ,টি । 
  • বাড়ির প্রধান দরজা ও বেডরুমের  দরজা ও চৌকাঠ লাগবে – ৭ টি । 
  • বাথরুম বা টয়লেট এর দরজা  লাগবে – ২ টি । 
  • জানালার থাই গ্লাস  লাগবে  – ২৩০ স্কয়ার ফিট।
  • জানালার গ্রিল লাগবে – ৩৬৫ স্কয়ার ফিট।
  • প্রধান গেট লাগেব – ১ টি।

Leave a Comment