( ৩২’ – ০” X ৩৬’-০” ) জায়গায় ৪ বেডরুম বাড়ির ডিজাইন।Small 4 Bedroom House Design

মাত্র ১১৫২ বর্গফুট জায়গায় ৪ টি বেডরুম, ডাইনিং, কিচেন ও ২ টি টয়লেট এর বাড়ির ডিজাইন।এই বাড়িটি অল্প জায়গায় হওয়ার কারণে বাড়ির নির্মাণ খরচ কম হবে।

৪ টি বেডরুমের মধ্যে ১ টি মাস্টার বেডরুম ও বাকি ৩ টি কমন বেডরুম এবং এই বাড়িটিতে কোন ড্রয়িং রুম নেই। বাড়িটি অল্প জায়গায় করার জন্যে টয়লেট ২ টি দেওয়া হয়েছে এবং ড্রয়িং রুম ও নেই, তবে এই বাড়িটিতে ড্রয়িং রুম ও ৩ টি টয়লেট ও দেওয়া যাবে, এর জন্য জায়গা বেশি লাগবে ও নির্মাণ খরচ ও বেশি হবে।

এখানে বাড়ির ডিজাইন টি নিয়ে যে সকল তথ্য থাকবেঃ

  • বাড়ির ডিজাইন ছবি।
  • বাড়ির ফ্লোর প্ল্যান বা ড্রাইং প্ল্যান।
  • বাড়ির টি নির্মাণ করতে যে সকল মালামাল লাগবে এর হিসেব।
  • বাড়িটির YouTube ভিডিও লিংক

বাড়িটির সামনের দিকে একটি সুন্দর পোরচ ও ২ টি বারান্দা আছে। এই বারান্দা ২ টি , ২ টি বেডরুমের সাথে, এই বাড়ির ডিজাইন টি ঠিক রেখে , সেম এই ডিজাইনের ৩ বেডরুম ও ৫ বেডরুমের বাড়ি বানানো যাবে। এখানে বাড়ির ডিজাইন টি কে একটু সাধারণ রাখা হয়েছে।

এর জন্য বাড়ির বারান্দা ও পোরচ একটু সাধারণ রাখা হয়েছে। এই বাড়ির বারান্দার ডিজাইন ও পোরচ এর ডিজাইন পরিবর্তন করা যাবে।

Small 4 Bedroom House Design Image. ৪ টি বেডরুমের বাড়ির ডিজাইন ছবি।

এই বাড়িটিকে আমরা চেষ্টা করেছি সুন্দর করে দেখানোর জন্য। এখানে বাড়ির মূল রং রাখা হয়েছে সাদা ও ডারক এশ, বাড়ির বারান্দার সমানের দিকে ও পোরচ এর নিচের ওয়াল এ উডেন কালার এর টাইলস ব্যবহার করা হয়েছে। বাড়িটির কিছু ডিজাইন ছবি আপনাদের সাথে শেয়ার করতেছি।

Small 4 bedroom House Design

Small 4 bedroom House Design

৪ বেডরুমের সেম এই মডেল এর একটি বাড়ির ডিজাইন দেখতে , এখানে ক্লিক করুন ।

Small 4 Bedroom House plans. ৪ বেডরুমের বাড়ির নকশা।

৪ বেডরুমের এই বাড়িটি নির্মাণ করতে জমি লাগবে।

লম্বা বা দৈর্ঘ্যে – ৩২ ফিট ০ ইঞ্চি,

চওড়া বা প্রস্থে – ৩৬ ফিট ০ ইঞ্চি।

মোট জমি লাগবে – ১১৫২ বর্গফুট,।

শতাংশ বা ডেসিম্যাল এ জমির পরিমাণ – ২.৬৫ , কাঠাতে – ১.৬১ জায়গা বা জমি লাগবে বাড়িটি নির্মাণ করতে।

  • Porch টি– ( ০৫ ’ – ০৭” X  ১১’- ০৪” )
  • ডাইনিং রুম – ( ১৫’ – ০২” X  ১১’- ০৪” )
  • মাস্টার বেডরুম – ০১ ( ১১’ – ০” X ১১’- ০৬” ) এটাচ টয়লেট টি – ( ০৪’ – ০৪” X  ০৭’- ০”) সাথে বারান্দা টি – ( ০৩’ – ০” X  ০৯’- ০৬” )
  • বেডরুম ২– ( ১০’ – ০৫” X  ১১’- ০৬”) সাথে বারান্দা টি – ( ০৩’ – ০” X  ০৯’- ০৬” )
  • বেডরুম ৩– ( ১০’ – ০” X  ১১’- ০৬”)
  • বেডরুম ৪– ( ০৯’ – ০৬” X  ১১’- ০৬” ),
  • কিচেন– ( ০৬’ – ০” X  ০৭’- ০” )
  • কমন টয়লেট– ( ০৮’ – ০” X  ০৮’- ০” )
  • সিঁড়ি– ( ১০’ – ০৫” X  ০৭’- ০” )
Small 4 bedroom House Design
Small 4 bedroom House Design

Small 4 Bedroom House Design, এর মালামালের হিসাব।

ছোট  ৪ বেডরুমের এই বাড়িটি নির্মাণ করতে যে সকল মালামাল লাগবে এর প্রয়োজনীয় কিছু মালামালের হিসেব দিয়ে দেতেছি। এই হিসেব ১০০% সঠিক হবে না ,কিছু কম-বেশি হতে পারে।

  • রড লাগবে ১৬ মিলি, ১২ মিলি, ১০ মিলি, ৮ মিলি  মিলে – ৪৬০০ কেজি । 
  • ইট ( ওয়াল এর জন্য ) লাগবে  – ১৬,০০০ হাজার ।
  • ইট ( খোয়ার জন্য ) লাগবে  – ১৩,০০০ হাজার ।
  • সিমেন্ট লাগবে ( সকল কাজের জন্য ) – ৪৫০ ব্যাগ। 
  • সিলেকশন বা লাল বালি ( মোটা পাথর বালি ) লাগবে – ৬০০ সি,এফ,টি । 
  • সরু বালি বা সাধারন বালি ( আস্তর করার বালি ) লাগবে – ১৪০০ সি,এফ,টি । 
  • সরু বালি বা সাধারন বালি ( আস্তর করার বালি ) লাগবে – ১৪০০ সি,এফ,টি । 
  • সরু বালি বা সাধারন বালি ( আস্তর করার বালি ) লাগবে – ১৪০০ সি,এফ,টি । 
  • বাড়ির প্রধান দরজা ও বেডরুমের  দরজা ও চৌকাঠ লাগবে – ৯ টি । 
  • বাথরুম বা টয়লেট এর দরজা  লাগবে – ২ টি । 
  • জানালার থাই গ্লাস  লাগবে  – ২৩০ স্কয়ার ফিট।
  • জানালার গ্রিল লাগেব – ৩৭০ স্কয়ার ফিট।

Leave a Comment