অল্প খরচে ২ বেডরুমের টিনশেড বাড়ির ডিজাইন। Small Tin shed House Design.

Small Tin shed House Design. অল্প খরচে ২ বেডরুমের টিনশেড বাড়ির ডিজাইন। এই বাড়িটিতে ২ টি বেডরুম ছাড়াও একটি ডাইনিং রুম , একটি টয়লেট ও একটি কিচেন আছে। এই বাড়িটি অল্প জায়গায় করা হয়েছে তাই নির্মাণ খরচ ও কম হবে ।

Small Tin shed House Design
Small Tin shed House Design

২ বেডরুমের এই টিনশেড বাড়ির নির্মাণ করতে জায়গা বা জমি লাগবে ৫৮০ বর্গফুট প্রায় । সেম এই ডিজাইনের ৩ বেডরুমের টিনশেড বাড়ি ও করা যাবে। ৩ বেডরুমের এমন একটি ডিজাইন করা আছে । নিচে ডিজাইনটির লিংক দিয়ে দিবো দেখে নিতে পারেন।

এই টিনশেড বাড়ি টি নির্মাণ করতে কোনো ফাউন্ডেশন দিতে হবে না। তবে গ্রেড বিম করে , বিম থেকে আর,সি সি, কলাম করে করলে বেশি ভালো হবে এবং বেশি দীর্ঘস্থায়ীত পাবে। তবে শুধু মাত্র ইট দিয়ে ও করা যাবে । এখানে বাড়ির নির্মাণ খরচ ও খুব বেশি পরিবর্তন হবে না, সামান্য কিছু বেশি লাগতে পারে।

এই পোস্টে যা যা থাকবেঃ

  • বাড়িটির ডিজাইন ছবি।
  • ফ্লোর প্ল্যান।
  • ড বাড়িটির নির্মাণ খরচ ।
  • ভিডিও লিংক।

অল্প খরচে ২ বেডরুমের টিনশেড বাড়ির ডিজাইন ছবি. Small Tin Shed House 3d Image.

২ বেডরুমের এই টিনশেড বাড়িটির বাহিরের ডিজাইনটিকে আমরা চেষ্টা করেছি সুন্দর করে দেখানোর জন্য। এখানে টিনের চালের কালার বা রং এবং বাহিরের ওয়াল এর কালার বা রং খুব সহজে পরিবর্তন করা যাবে। আপনার যে ধরনের কালার বা রং ভালো লাগবে আপনি করতে পারেবন এবং টিনের ডিজাইন টি ও পরিবর্তন করতে পারবেন।

২ বেডরুমের টিনশেড বাড়ির সামনের ডিজাইন ছবি।

Small Tin shed House Design.

এখানে , সামনের যে দরজা টি আছে এই দরজা টিই হচ্ছে বাড়িটিতে প্রবেশ করা প্রদান ও একটি মাত্র দরজা।

২ বেডরুমের টিনশেড বাড়ির ডিজাইন ছবি

সেম এই ডিজাইনের ৩ টি বেডরুমের টিনশেড বাড়ির ডিজাইন টি দেখতে, এখানে ক্লিক করুণ।

অল্প খরচে ২ বেডরুমের টিনশেড বাড়ির ফ্লোর প্ল্যান। Small Tin Shed House plans.

২ বেডরুমের এই টিনশেড বাড়ি টি নির্মাণ করতে জমি বা জায়গার প্রয়োজন হবে।

লম্বা বা দৈর্ঘ্য – ২৫ ফিট ০৩ ইঞ্চি।

প্রস্থ – ২২ ফিট  ০৯ ইঞ্চি ।

মোট জমির পরিমাণ  হচ্ছে  ৫৮০ বর্গফুট 

শতাংশ বা ডেসিম্যাল এ জায়গার পরিমাণ – ১.৩৪

 কাঠা তে জায়গার পরিমাণ – ০.৮১

Small Tin Shed House Design.
Small Tin Shed House plans

প্রত্যেকটি বেডরুমের মাপ আলাদা আলাদা ভাবে দেওয়া আছে দেখে নিতে পারেন।

  • ডাইনিং রুম – ( ১৩’ – ০” X  ১০’- ০৬” )
  • বেডরুম – ০১ ( ১২’ – ০” X ১১’- ০” )
  • বেডরুম – ০২ ( ১২’ – ০” X ১১’- ০” )
  • কিচেন– ( ০৭’ – ০৬” X  ০৭’- ০” )
  • কমন টয়লেট– ( ০৭’ – ০৬” X  ০৪’- ০” )

২ বেডরুমের টিনশেড বাড়ির খরচ। Small Tin Shed House Cost.

২ বেডরুমের এই টিনশেড বাড়িটি বর্তমান সময় নির্মাণ করতে গেলে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার মতো খরচ হবে । এই বাজেট এর মধ্যে বাড়িটি নির্মাণের সাথে জরিত সকল লেবার এর মজুরি , ফ্লোর এর টাইলস , ওয়াল এর রং, দরজা, জানালা সহ সবকিছু অন্তর্ভুক্ত আছে।

এই বাড়ির ডিজাইন টি YouTube থেকে দেখতে এখানে ক্লিক করুণ।


Leave a Comment