চার বেডরুমের দুই তলা বাড়ির ডিজাইন। এই বাড়িটিতে প্রত্যেক তলাতে চারটি বেডরুম , ডাইনিং রুম, কিচেন ও দুটি টয়লেট আছে। দুটি তলা মিলে মোট আটটি বেডরুম হবে। নিচ তলাতে চারটি বেডরুম , প্রথম তলাতে চারটি বেডরুম।বাড়িটির সামনে দুটি বারান্দা, একটি ট্যারাস ও পোর্চ আছে।
( ৪১’-০৬” X ৩২’-০” ) জমিতে বাড়িটি ডিজাইন করা হয়েছে। এই বাড়িটি নির্মাণ করতে একটু লম্বা ধরনের জমি লাগবে। বাড়ির প্রত্যেকটি বেডরুম একটু বড়ো করা হয়েছে এর জন্য জায়গা বেশি লেগেছে। রুমগুলাকে একটু ছোট করে কম জায়গাও নির্মাণ করা যাবে।
4 Bedroom Two Storied House 3D Design.
এই বাড়ির সামনের ডিজাইনটি অনেক সুন্দর করে করা হয়েছে। বাড়িটির সামনে একটি সুন্দর ট্যারাস ও পোর্চ আছে এবং বাড়ির দুপাশে দুটি বেডরুমের সাথে দুটি বারান্দা আছে। বাড়িটিতে আমরা দুটি রং বা কালার ব্যবহার করেছি সাদা ও বেগুনি রং। আমরা চেষ্টা করেছি একটি রুচিশীল রং বা কালার দিয়ে ফুটিয়ে তোলার।
বাড়িটির সামনের দিকে যে ট্যারাস ও পোর্চ আছে এর নিচে বসার জন্য বেঞ্চ বা চেয়ার দেওয়া যাবে এবং এর নিচে একটি গেট বা দরজা আছে। একটি প্রদান গেট বাড়িতে প্রবেশ করার জন্য। এ ছার ও কোন দরজা বা গেট নেই তবে বাড়ির বা পাশে দরজা বা গেট দেওয়া যাবে।
এই বাড়ির কিছু কিছু ডিজাইন আপনি আপনার প্রয়োজন মতে পরিবর্তন করে নিতে পারবেন এবং বাড়িটি একটু ছোট বা বড়ো করে নির্মাণ করা করতে পারবেন। ৪ বেডরুমের আরেকটি সুন্দর বাড়ির ডিজাইন ও বিস্তারিত দেখে নিতে পারেন।
4 Bedroom Two Storied House Plan.
৪ বেডরুমের এই দুই তলা বাড়িটি ( ৪১’-০৬” X ৩২’-০” ) জমিতে উপর ডিজাইন করে হয়েছে। জমি লম্বা বা দৈর্ঘ্যে লেগেছে – ৪১ ফিট ০৬ ইঞ্চি এবং চওড়া বা প্রস্থে লেগেছে – ৩২ ফিট ০ ইঞ্চি ।
মোট জমি লাগবে ১৩২৮ বর্গফুট , শতাংশ বা ডেসিম্যাল এ – ৩.০৪ ( শতাংশ বা ডেসিম্যাল ) । কাঠা তে হিসেব করলে – ১.৮৫ কাঠা জমি ।
এই বাড়ির ডিজাইনটির ভিডিও YouTube থেকে দেখে নিতে পারেন।