Two Unit House Design.

( ৫৬’ – ০” X ৬৬’ – ০৬” ) জায়গায় তিন বেডরুমের দুই ইউনিটের বাড়ির ডিজাইন। প্রতিটি ইউনিটে তিনটি বেডরুম ছাড়াও ড্রইং , ডাইনিং স্পেস, কিচেন , তিনটি টয়লেট ও বাড়ির সামনে, পিছনে বারান্দা আছে।

প্রতিটি ইউনিটে তিনটি বেডরুমের মধ্যে দুটি মাস্টার বেডরুম ও একটি কমন বেডরুম এবং প্রতিটি বেডরুমের সাথে বারান্দা আছে। এই বাড়িটিতে মোট ছয়টি বেডরুম আছে ।

এই পোস্টে বাড়ির ডিজাইনটির বিস্তারিত সবকিছু শেয়ার করার চেষ্টা করবো ।

বাড়ির থ্রী-ডি ডিজাইন।

বাড়ির ফ্লোর প্ল্যান।

প্রত্যেকটি বেডরুমের মাপ।

বাড়ির নির্মাণ খরচ।

Two Unit House Design Image 3D.

এই বাড়ির ডিজাইনটি আমাদের এক ক্লায়েন্টর জন্য করা হয়েছে । তাই ডিজাইনটি উনার পছন্দ মতো করা হয়েছে।

আপনি এখানে আপনার মতো করে ডিজাইনটির এক্সটেরিওর ও ইন্টেরিওর এর অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। বারান্দার ডিজাইনটির পরিবর্তন করা যাবে এবং বারান্দা কমাতে চাইলে কমানো যাবে।

বাড়ির রং বা কালার আমরা একটি ভাবে দেখিয়েছি । দুই ইউনিটের বাড়িটি এক তলা থেকে শুরু করে পাঁচ তলা বা আরও বহুতল করা যাবে ।

বাড়ির থ্রী-ডি ডিজাইনটির ছবি এখানে শেয়ার করছি।

2 Unit House Design

2 Unit House Design

Two Unit House Design Floor Plan.

( ৫৬’ – ০” X ৬৬’ – ০৬” ) জায়গায় এই বাড়িটি নির্মাণ করা হয়েছে । পুরো জায়গার পরিমাণ ৩৭২৫ বর্গফুট ।

শতাংশ বা ডেসিম্যাল এ জায়গার পরিমাণ – ৮.৫৬ ( শতাংশ বা ডেসিম্যাল ) । কাঠায় জায়গার পরিমাণ – ৫.১৮ ( কাঠা ) ।

এই বাড়ির প্রত্যেকটি বেডরুমের সাইজ বড়ো। এখানে বেডরুম ও অন্যান্য স্পেস এর সাইজ ছোট করে, কম জায়গায় ও কম খরচে করা যাবে।

নিচের প্ল্যান ও রুমের মাপ টি দেখলে বুজতে পারবেন।

Two Unit House Plan

একটি ইউনিটের প্রত্যেকটি রুমের মাপঃ

এই বাড়ির দুটি ইউনিটের সাইজ ও প্রত্যেকটি রুমের সাইজ ঠিক একই মাপের তাই একটি ফ্লোর এর রুমের মাপ এখানে শেয়ার করছি।

  • সিঁড়ি – ( ১৫ ’ – ০৫” X ০৮’- ০” )
  • ড্রইং রুম – ( ১১ ’ – ১০” X ২২’- ০২” )
  • ডাইনিং স্পেস – ( ১২ ’ – ০৫” X ০৯’- ০৩” ) লবি – ( ০৫ ’ – ০” X ০৭’- ১১” )
  • বেডরুম ০১ – ( ১২ ’ – ০” X ১২’- ০৫” ) বেডরুমের বারান্দা – ( ১২ ’ – ০” X ৩’- ০” )
  • মাস্টার বেডরুম _০২ – ( ১২ ’ – ০” X ১৩’- ০” ) সাথে এটাচ টয়লেট – ( ০৭ ’ – ০৬” X ০৫’- ০” ) বেডরুমের বারান্দা – ( ১৩ ’ – ০” X ৩’- ০” )
  • মাস্টার বেডরুম _০৩ – ( ১২ ’ – ০” X ১২’- ০” ) সাথে এটাচ টয়লেট – ( ০৭ ’ – ০” X ০৪’- ০” ) বেডরুমের বারান্দা – ( ০৬ ’ – ০” X ০৪’- ০” )
  • কমন টয়লেট – ( ০৭ ’ – ০৬” X ০৫’- ০” )
  • কিচেন – ( ০৮ ’ – ০” X ০৭’- ০৬” ) বারান্দা – ( ১৬ ’ – ০৩” X ০৪’- ০” )

দুটি ইউনিটের আয়তন যথাক্রমে – ১৮৬৩ বর্গফুট করে ( প্রায় )

Two Unit House Cost.

দুই ইউনিটের এই বাড়িটি এক তলা থেকে শুরু করে ৫ তলা বা এর বেশি বহুতল ভবন বানানো যাবে।

এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে এক তলা নির্মাণ করতে গেলে – ৭৫ থেকে ৭৬ লাখ টাকার মতো খরচ হবে প্রায়।

দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে গেলে – ৮০ থেকে ৮২ লাখ টাকার মতো খরচ হবে প্রায় ।

তিন তলা ফাউন্ডেশন বা এর বেশি করার জন্য মাটি পরীক্ষা করে নিতে হবে । তাই খরচের হিসেব টি সঠিক ভাবে যাচ্ছে না।


Leave a Comment