5 Bedroom House Design. ৫ বেডরুমের বাড়ির ডিজাইন।

৫ রুমের সুন্দর বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ এবং প্রাথমিক বাড়ির নকশা সহ বিস্তারিত এই পোষ্টের মধ্যে দেওয়া থাকবে । যা যা থাকছেঃ-

  • বাড়িটির 3d মডেল / Exterior Design 3d model.
  • ফ্লোর ড্রয়িং প্ল্যান/ House Floor Plan.
  • মালামের হিসাব / Materials Estimate.
  • প্রটিতি রুমের আলাদা মাপ / Details measurement of every room.
  • বাড়িটির ডিজাইন নিয়ে একটি ভিডিও YouTube দেওয়া আছে এ লিঙ্ক টি দেওয়া থাকবে।

বাড়িটি  তৈরি করতে “ দৈর্ঘ্য ৫৬’- ফিট এবং প্রস্থ ৪৭’- ফিট জায়গা/ জমি লাগবে । তাহলে জমির ক্ষেত্রফল ( ৫৬’-০”☓৪৭’-০”) = ২৬৩২স্কয়ার ফিট বা “ .০৫ শতাংশ (ডেসিমাল) , বা ৩.৬৫ কাঠা

বাড়িটিতে ৫ টি বেডরুম ছাড়াও ড্রইং ও ডাইনিং রুম, কিচেন, ৩ টি টয়লেট এবং সিঁড়ি রুম আছে। বাড়িটির সামনে একটি সুন্দর পোর্চ আছে এবং এর নিচে বসার ব্যবস্থা ও রয়েছে।বাড়িটির সামনে ২ টি সুন্দর বারান্দা আছে ও পিছনে একটি বড়ো বারান্দা রয়েছে।

৫ বেডরুমের বাড়ির ডিজাইন ( বাহিরের ডিজাইন )। 5 bedroom house 3d model.


৫ বেডরুমের একতলা বাড়ির ডিজাইন ছবি
৫ বেডরুমের বাড়ির ডিজাইন ছবি

5 bedroom house design
৫ বেডরুমের বাড়ির ডিজাইন ছবি

৫ বেডরুমের বাড়ির ডিজাইন ছবি
৫ বেডরুমের বাড়ির ডিজাইন ছবি

৫ বেডরুমের বাড়িটির ডিজাইন নকশা। বাড়ির ডিজাইন নকশা ও রুমের মাপ ।

বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ড্রয়িং নকশার ছবি দেওয়া হইলো। এখানে রুমের আসবাবপত্র গুলা কিভাবে রাখবেন বা সাজাবেন ঐ প্ল্যান টি ও দেওয়া হইলো।

এখানে প্রটিতি রুমের মাপ  বিস্তারিত দেওয়া থাকবে ।

৫ বেডরুমের বাড়ির ডিজাইন ছবি
৫ বেডরুমের বাড়ির নকশা

৫ বেডরুমের বাড়ির নকশা
৫ বেডরুমের বাড়ির নকশা

প্রতিটি রুমের মাপ ।

  • বাড়িটির জায়গা/ জমির মাপ  (Ground floor) = (৫৬‘-৪৭‘-“) = ২৬৩২ স্কয়ার ফিট
  • সিঁড়ি কাম বসার রুম (Stair cum Living room) = (১২’-০২”☓১৬’-০”) = ১৯৪ স্কয়ার ফিট।
  • সামনের দিকে বেডরুম ২ টি (Bedroom – 01 & Bedroom – 02 ) একই মাপের = (১৩’-০”☓ ১৩’-০”) = ১৬৯ স্কয়ার ফিট।
  • এই ২ টি বেডরুমের সাথে ২ টি বারান্দা আছে এই বারান্দা ২ টির মাপ যথাক্রমে = (০৩’-০৬”☓ ১০’-০”) = ৩৫ স্কয়ার ফিট।
  • মাস্টার বেড ২টি একই মাপের ( Master bedroom) = (১৩’-০”☓১৪’-০”) = ১৮২ স্কয়ার ফিট।
  • এই ২ টি বেডরুমের সাথে ২ টি  টয়লেট আছে এই টয়লেট ২ টির মাপ যথাক্রমে ( Master Bedroom Attached Toilet = (০৬’-০৬”☓ ০৮’-০৬”) = ৫৫ স্কয়ার ফিট এবং (০৫’-০”☓ ০৯’-০”) = ৪৫ স্কয়ার ফিট ।
  • ৫ নাম্বার বেডরুম টির মাপ ( Bedroom – 05 ) = (১৩’-০”☓১৪’-০”) = ১৮২ স্কয়ার ফিট।
  • খাবার / ডাইনিং রুম (Dining room) = (১৩’-০”☓২৩’-০”) = ২৯৯স্কয়ার ফিট।
  • পাক ঘর / রান্না ঘর  (Kitchen room) = (৭’-৬”☓৯’-০”) = ৬৯ স্কয়ার ফিট।
  • একটি কমন টয়লেট রয়েছে (common Toilet/ bath room) = (0৬’-0৬”☓0৮’-0৬”) = ৫৫ স্কয়ার ফিট।

৫ বেডরুমের এই বাড়ির ডিজাইনটির  YouTube  ভিডিও লিংক।


2 thoughts on “5 Bedroom House Design. ৫ বেডরুমের বাড়ির ডিজাইন।”

  1. ডিয়ার স্যার,
    এই ড্রয়িং দিয়ে কি ৩ তলা ফাউনডেশন দিয়ে বাড়ি করা যাবে কি না
    জানাবেন দয়া করে

    Reply

Leave a Comment