অল্প টাকায় একতলা বাড়ির ডিজাইন। Single storey house design.

অল্প টাকায় করতে পারবেন একতলা বাড়ি টি .৪ টি বেডরুম, ডাইনিং, কিচেন ও ৩ টি টয়লেট দিয়ে এই বাড়ির ডিজাইন টি করা হয়েছে।

এটি একটি একতলা বাড়ির ডিজাইন ।  এই বাড়িটি ১ তলা, ২ তলা বা আরও বহুতল বাড়ি করতে চান তাহলে ডিজাইন একটু পরিবর্তন করতে হবে। ।

৪ বেডরুমের এই বাড়িটির সামনের ২ টি বেডরুমের সাথে ২ টি বারান্দা আছে । বারান্দার ডিজাইন গুলি পরিবর্তন করা যাবে। আপনি চাইলে অন্য ডিজাইন এর বারান্দা করতে পারবেন ।

New House Design

বাড়িটির ৪ টি বেডরুমের মধ্যে ২ টি মাস্টার বেডরুম আর বাকি ২ টি কমন বেডরুম।

এ ছাড়াও বাড়িটি সামনের দিকে সুন্দর একটি  দেউড়ি ( Porch ) আছে ।

বাড়িটির ডিজাইন নিয়ে সুন্দর একটি ভিডিও বানানো আছে যেখানে  বিস্তারিত সব তথ্য দেওয়া আছে । ভিডিও টি  YouTube থেকে  দেখলে আপনি ভালো একটি ধারণা পাবেন ।

চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন এর ভিডিও টি তে যা যা আছে।

বাড়িটির বাহিরের অ্যানিমেশন ভিডিও।

ভেতরের ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইন।

বাড়িটির ড্রয়িং নকশা বা ড্রয়িং প্ল্যান।

বাড়িটি নির্মাণ করতে কতো টাকা খরচ হবে তার সঠিক খরচ।

৪ বেডরুমের বাড়ির নকশা ও জায়গার মাপ । 4 Bedroom House Drawing Plan & all measurement.

৪ বেডরুমের এই একতলা   বাড়িটি করতে জমি লাগবে ( দৈর্ঘ্য – ৪৪ ফিট আর প্রশস্ত – ৩৪ ফিট ) পুরো জমির পরিমাণ  হচ্ছে  ১৫০০ বর্গফুট বা ৩.৪৫ শতাংশ ডেসিম্যাল বা ২. ০৮। কাঠা।

বাড়ির  নকশার প্ল্যান নিচে দিয়ে দেওয়া হল।  এ ছাড়াও প্রত্যেকটি রুমের এর মাপ আলাদা ভাবে দেওয়া হল।

  • সামনের পরচ টি – ( ০৭’ – ০” X  ০৯’- ০৪” )।
  • লবি – ( ১০’ – ০৬” X  ০৬’- ০” )।
  • মাস্টার বেডরুম ০১ – ( ১২’ – ০” X  ১২’- ০২”) সাথে এটাচ টয়লেট টি – ( ০৪’ – ০” X  ০৭’- ০৬”)
  • মাস্টার বেডরুম ০২ – ( ১২’ – ০” X  ১২’- ০২”) সাথে এটাচ টয়লেট টি – ( ০৪’ – ০২” X  ০৭’- ০৬”)
  •  বেডরুম  ০১  – ( ১০’ – ০” X ১৩’- ০৩” )
  • বেডরুম  ০২ – ( ১০’ – ০” X ১৩’- ০৩” )
  • ডাইনিং রুম – ( ১২’ – ০৩” X  ১৭’- ০৬” )
  • কিচেন – ( ০৭’ – ১০” X  ০৭’- ০” )
  • কমন টয়লেট – ( ০৪’ – ০” X  ০৭’- ০” )
  • সিঁড়ি – ( ১২’ – ০৩” X  ০৮’- ০৫” )

অল্প খরচে ৪ বেডরুমের এই একতলা বাড়ির বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।

Single Story House Plans

বিশেষ দ্রষ্টব্যঃ এই বাড়ির ডিজাইন টি আপনাদেরকে শুধু মাত্র ধারণা দেওয়ার জন্য করা হয়েছে। বাড়ি করার পূর্বে অবশ্যই ভালো কোন প্রকৌশলী ( Engineer ) “ এর পরামর্শ নিয়ে বাড়ি করবেন ।

৪ বেডরুমের একতলা বাড়ি তৈরির খরচ । 4 Bedroom House Design Cost.

৪ বেডরুমের এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা লাগবে তার একটি ধারণা আপনাদেরকে দিয়ে দিতেছি ।

এক তলা ফাউন্ডেশন দিয়ে এক তলা তৈরি করতে  ২২ থেকে ২৩ লাখ টাকার মতো লাগবে । এই বাজেট এর ভিতরে মিস্তি মজুরি, টাইলস, বাথরুম ফিটিংস , ওয়াল এর রং, সবকিছু  অন্তুরভুক্ত করা আছে।

Leave a Reply