লাক্সারি পাঁচতারকা হোটেলের মতো আপনার বাসা সাজাতে চান? কিভাবে বাসা সাজাবেন এর উপায়।

লাক্সারি পাঁচতারকা হোটেলের ভিতরে অভ্যন্তরীণ অন্দরসজ্জা ও আভিজাত্য এবং শীতলতা অনেকেরই প্রিয়। সেই লোভনীয় আভিজাত্য এবং শীতলতা আপনি কীভাবে আপনার নিজের বাসায় প্রতিস্থাপন করতে পারেন তাই এখানে বুজানোর চেষ্টা করবো।

অনেকে মনে করেন এমন ভাবে বাসা সাজাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয়। কিন্তু অল্প অর্থ খরচ করেও যে এমন অন্দরসজ্জা, আভিজাত্য এবং শীতলতা বাসায় প্রতিস্থাপন করা সম্ভব এটা অনেকের জানা নেই।

পাঁচতারকা হোটেল গুলো সাজানো হয় প্রফেশনাল ইন্টেরিওর ডিজাইনার দিয়ে। আপনি হয়তো চাচ্ছেন আপনি নিজে নিজের বাসাটাকে সাজাতে এবং এই সম্পর্কে আপনার ধারনা খুবই কম।

আপনি কি কি অনুসরণ করে আপনার বাসাকে পাঁচতারকা হোটেলের মতো করে সাজাবেন এই সম্পর্কে আলোচনা করবো।

আমি একজন ইন্টেরিওর ডিজাইনার, আমি গত দশ বছর যাবৎ ইন্টেরিওর ডিজাইন নিয়ে কাজ করছি।আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো

অথবা আপনি যদি এমন জামেলায় না যেতে চান, তাহলে একজন প্রফেশনাল ইন্টেরিওর ডিজাইনার নিয়োগ দিতে পারেন। উনি আপনার হয়ে আপনার বাসার অন্দরসজ্জার কাজটি করে দিবে।

দেওয়াল , সিলিং ও লাইট দিয়ে বাসাকে কিভাবে সাজাবেন?

বাসা সাজানোর সময় একটি প্রশ্ন সবাই করে , আমার বাসার খালি দেওয়াল গুলো একদম খালি খালি লাগে অথবা কিভাবে দেওয়াল গুলোকে সাজাবো ও প্রাণবন্ত করে তুলবো।

Interior Design in Bangladesh

বাসার অবস্থান ও আপনার ব্যবহারের প্রয়োজনীয়তা অনুযায়ী দেওয়াল গুলোকে বিভিন্ন ভাবে সাজাতে পারেন। কিছু দেওয়াল এ  ওয়াল পেপার, উজ্জ্বল রং ও সাথে পেইন্টিং , শোপিস শেলফ বা ঐতিহ্য বাহি মুরাল দিয়ে সাজাতে পারেন।

ড্রইং রুমের ইন্টেরিওর ডিজাইন সম্পর্কে আমাদের এই সাইটে বিস্তারিত একটি লেখা আছে পড়তে পারেন।

মূল সিলিং এর নিচে সুন্দর করে ফলস সিলিং করে নিতে পারেন । এই সিলিং এর ভিতর আপনি লাইট দিতে পারবেন।

সিলিং ও দেওয়াল এ কিছু বিশেষ লাইট ব্যবহার করে আপনার বাসার অন্দরসজ্জাই পরিবর্তন করে ফেলতে পারবেন। বিভিন্ন কালারের লাইট বাজারে পাওয়া যায় আপনি ওয়ার্ম , সাদা আলো দেয় এই ধরনের লাইট বেশি ব্যবহার করার চেষ্টা করবেন।

আসবাবপত্রের আধুনিকতা ও রুচিশিল রং নির্বাচন ।

হোটেলের অভ্যন্তর দেখতে ভালো লাগতে হলে ফার্নিচার গুলি সঠিকভাবে বাছাই করুন এবং তা না হলে তা কোনও ভাবেই সঠিকভাবে ব্যবস্থাপন করতে পারবে না। বিশেষ করে কাঠের টেক্সচার থেকে বের হয়ে আসতে হবে।

Interior Design in Bangladesh

সাদা , গ্রে , এশ, লাইট কালার ব্যবহার করার চেষ্টা করবেন। খেয়াল রাখবেন ফার্নিচার গুলির ডিজাইন দেখতে প্লেন হয়। কাঠের মতো বেশি খোঁদাই করা ডিজাইনের না হয়।

ইনডোর প্লান্ট।

হোটেলের বারান্দা বা রুমের টেবিলের উপরে তাকালে আপনার চোখে পড়ে সবুজের বৈচিত্র। আপনিও চাইলে বাড়ি সাজাতে পারেন ইনডোর প্ল্যান্ট দিয়ে। ঘরের বিভিন্ন স্থানে, ড্রয়িংরুমে সবুজ গাছ রাখলে নিজের বাড়িটিও কম শৌখিন দেখাবে না। সেগুলিও ব্যবহার করলে বেশ সুন্দর দেখাবে।

Interior Design in Bangladesh

বাসা সাজানোর আনুসাঙ্গিক উপকরণ।

বাসা সাজানোর সময় অনেক গুলি আনুসাঙ্গিক উপকরণের প্রয়োজন হবে। আপনার বাসাকে আরো একটু বেশি সুন্দর মানে লাক্সারি ভাব নিয়ে আসার জন্য আপনাকে সাহায্য করবে। ড্রইং রুমে শোপিস রাখতে পারেন, সিলিং এ ঝাড়বাতি দিতে পারেন,

আপনি যদি বাসা সাজানো বা ইন্টেরিওর ডিজাইন সম্পর্কে আরো জানতে ও একজন ইন্টেরিওর ডিজাইনারের পরামর্শ নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এই ইন্টেরিওর ডিজাইনার লিংক টি ভিজিট করুণ ।


Leave a Comment