লম্বা জায়গায় তিন বেডরুমের টিনশেড বাড়ির ডিজাইন।

( 40′ X 22′-০6″ ) লম্বা জায়গায় তিন বেডরুমের টিনশেড বাড়ির ডিজাইন। তিন টি বেডরুম ছাড়াও বাড়িটিতে ড্রাইং রুম , ডাইনিং রুম, কিচেন ও দুটি টয়লেট আছে। তিনটি বেডরুমের মধ্যে একটি মাস্টার বেডরুম ও বাকি দুটি কমন বেডরুম।

এই বাড়িটির সামনের দিকে একটি সুন্দর পোর্চ ও একটি বারান্দা আছে । পোর্চ এর নিচে বসার জন্য বেঞ্চ আছে। এই টিনশেড বাড়িটির কিছু অংশ ( RCC) সাদ করা হয়েছে। ড্রইং রুমের জায়গা টুকু সাদ ঢালাই করা হয়েছে।

এই পোস্টে এই বাড়ির ডিজাইনটির বিস্তারিত সবকিছু শেয়ার করবো। আপনি এই ডিজাইনটি সম্পর্কে সবকিছু জানতে পারবেন।

লম্বা জায়গায় তিন বেডরুমের টিনশেড বাড়ির ডিজাইন ছবি।

এই বাড়ির বাহিরের ডিজাইন ও রং বা কালার কে আমরা চেষ্টা করেছি সুন্দর করে ফুটিয়ে তোলার। আপনি যদি বাড়িটি নির্মাণ করেন তাহলে বাড়িটির কালার আপনার পছন্দ মতো করে নিতে পারবেন। বাড়িটির পোর্চ ও বারান্দার ডিজাইনটিও পরিবর্তন করতে পারবেন ।

টিনশেড বাড়ির ডিজাইন ছবি

তিন বেডরুমের এই টিনশেড ডিজাইন টি নিয়ে সুন্দর একটি ভিডিও বানানো হয়েছে। YouTube থেকে পুরো বাড়ির ডিজাইনটির ভিডিও দেখে নিতে পারেন । নিচে ভিডিও লিংক দিয়ে দিতেছি।

YouTubeC W DESIGN চ্যানেল টি তে এমন অনেক টিনশেড বাড়ির ডিজাইনের ভিডিও দেওয়া আছে । আপনি ভিজিট করে দেখতে নিতে পারেন ।

লম্বা জায়গায় তিন বেডরুমের টিনশেড বাড়ির প্ল্যান।

৩ বেডরুমের এই টিনশেড বাড়িটি ( ৩৯’-০৭” X ২২’-০৩” ) জমিতে নির্মাণ করে হয়েছে। জমি লম্বা বা দৈর্ঘ্যে লেগেছে – ৩৯ ফিট ০৭ ইঞ্চি এবং চওড়া বা প্রস্থে লেগেছে – ২২ ফিট ০৩ ইঞ্চি ।

মোট জমি লেগেছে ৮৮৫ বর্গফুট , শতাংশ বা ডেসিম্যাল এ – ২.০৩ ( শতাংশ বা ডেসিম্যাল ) । কাঠা তে হিসেব করলে – ১.২৩ কাঠা জমি লেগেছে।

3 Bedroom House plan

তিন বেডরুমের আরো কিছু টিনশেড বাড়ির ডিজাইনের বিস্তারিত এই ওয়েবসাইটে দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন । এই বাড়িটিতে বেডরুম গুলো একটু ছোট, তবে খুব বেশি না। জমি ও বাজেট নিয়ে কোন সমস্যা না থাকে তাহলে বেডরুম গুলোকে আরো একটু বড়ো করে বাড়িটি নির্মাণ করলে ভালো হবে।

তিন বেডরুমের টিনশেড বাড়ির নির্মাণ খরচ।

তিন বেডরুমের এই টিনশেড বাড়িটি অল্প জায়গার মধ্যে নির্মাণ করা হয়েছে তাই নির্মাণ খরচ ও কম হবে। বর্তমান সময়ে এই বাড়িটি নির্মাণ করতে গেলে ১৩ থেকে ১৪ লাখ টাকার মতো খরচ হবে। এই বাজেটের মধ্যে ফ্লোর টাইলস, দরজা, জানালা সহ বাড়ির নির্মাণের সকল মালামাল ও সকল শ্রমিকের মজুরি অন্তর্ভুক্ত আছে।


Leave a Comment